প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১১:০১ AM আপডেট: ১১.১১.২০২৪ ৪:১৪ PM
ঢাকা
উত্তর সিটি কর্পোরেশনে নতুনভাবে সংযুক্ত দক্ষিণখান ও উত্তরখান এলাকায় প্রায় ৮ লাখ লোকের বসবাস। দুই বছর পূর্বে রাস্তা ও ড্রেনের উন্নয়নের
কাজ শুরু হয়। সেই সময় থেকে পায়ে হেঁটেই শিক্ষার্থীদের স্কুলে যেতে
হচ্ছে, কর্মজীবী মানুষ যথাসময়ের মধ্যে কর্মস্থলে পৌঁছাতে পারছেনা, জরুরি
রোগীকে হসপিটালে নিতে পড়তে হচ্ছে বিরম্বনায়।
এখানকার একজন স্থায়ী
বাসিন্দা রোজেন মাহমুদ আজকালের খবরকে বলেন, বর্ষাকাল শেষ হলেও এলাকাবাসীর সীমাহীন দুর্ভোগের শেষ নেই। দক্ষিণখান-উত্তরখান রাস্তা ও ড্রেনের চলমান উন্নয়নের
কাজের ধীরগতি আমরা আর সহ্য করতে পারছিনা, আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ
চাই।
ডিএনসিসির
নতুন প্রশাসক মো. মাহমুদুল হাসান চলমান উন্নয়ন কাজগুল
ইতোমধ্যে পরিদর্শন করেছেন। তিনি বলেন, স্থায়ীভাবে ব্যাপক কাজ শুরু হওয়ায় জনগণের চলাচলে
কষ্ট হচ্ছে। বর্তমান সরকার আপনাদের দুর্ভোগ লাঘব করে প্রয়োজনীয় সেবা
নিশ্চিত করার বিষয়ে সচেষ্ট।
তিনি আগামী ডিসেম্বরের মধ্যে উত্তরখান ও
দক্ষিণখান সড়কের কাজ পুরোপুরি সম্পন্ন হবে, এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন।
আজকালের খবর/ওআর