শুক্রবার ৬ ডিসেম্বর ২০২৪
বাসসের নতুন চেয়ারম্যান আনোয়ার আলদীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৮:৩৯ PM
৭২ বছরের প্রাচীনতম সংবাদপত্র দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক প্রথিতযশা সাংবাদিক আনোয়ার আলদীনকে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। 

আজ রবিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। 

সাংবাদিক আনোয়ার আলদীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যায়নকালেই দৈনিক ইত্তেফাকে বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে পত্রিকাটির স্টাফ রিপোর্টার, সিনিয়র রিপোর্টার এবং সর্বশেষ যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করে আসছেন।

আনোয়ার আলদীন অনেক সাড়া জাগানো প্রতিবেদন ও সাংবাদিকতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ১৯৯৬ সালে ‘ভেজালের ভিড়ে আসল উধাও’ শিরোনামে একটি চাঞ্চল্যকর অনুসন্ধানমূলক ধারাবাহিক প্রতিবেদন করে দেশব্যাপী সাড়া ফেলেন। ১৭ পর্বের ওই প্রতিবেদনের জন্য তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ইউনেসকো, ডিআরইউ পুরস্কারসহ অনেক গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেন।

দক্ষিণ খুলনা তথা কপিলমুনির কৃতীসন্তান আনোয়ার আলদীন সাংবাদিকতার পাশাপাশি এলাকার উন্নয়ন ও অসহায়-দুস্থ মানুষের কল্যাণে স্বাস্থ্যকেন্দ্র, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা প্রতিষ্ঠা করেছেন। 

বাসস পরিচালনা কমিটির অপর সদস্যরা হলেন- তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রেস, অর্থ বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব পযদমর্যাদার একজন প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসার, বাসসের ব্যবস্থাপনা পরিচালক (পদাধিকার বলে), নিউ নেশন সম্পাদক মোকাররম হোসাইন, নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, এনটিভির চিফ নিউজ এডিটর ফকরুল আলম কাঞ্চন, রংপুর থেকে প্রকাশিত যুগের আলো পত্রিকার সম্পাদক শিরিন ভরসা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার নূরে আলম মাসুদ ও বাসসের বিশেষ প্রতিনিধি ফজলুল হক।

আজকালের খবর/ওআর










http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
বগুড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনে মানববন্ধন
ইবির সাবেক কোষাধ্যক্ষের আড়াই লক্ষাধিক টাকা ভাড়া বকেয়া
অবস্থান স্পষ্ট করা উচিৎ রেজওয়ানার, অভিমত শেখ সাদী খানের
পাকিস্তানে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন ইমরান খান
আতিফ আসলামকে পেছনে ফেললেন তালহা আনজুম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবিতে সাংবাদিকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়
জাতীয় ঐক্য ভাঙলে দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
গ্রামীণ ব্যাংক ও ইউনূস সেন্টার পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত সামরিক উপদেষ্টারা
হোটেল ব্যবসা বন্ধের শঙ্কা, ত্রিপুরায় বাংলাদেশি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
রাজনৈতিক ফায়দা লুটতে বাংলাদেশ ইস্যুতে মেতেছেন ভারতীয়রা?
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft