প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৫:০৩ PM
নেত্রকোনার পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক বিআরডিবি’র চেয়ারম্যান মরহুম মুস্তাক আহমেদের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আজ রবিবার সকালে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করণ ও কালো পতাকা উত্তোলন, মরহুমের কবর জিয়ারত, কোরআন খতম, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পূর্বধলা পাটবাজারে অনুষ্ঠিত স্মরণ সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আলম তালুকদারের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী। এ সময় বক্তব্য রাখেন- পূ্র্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন ফকির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন তালুকদার, বিশকাকুনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি আতিকুর রহমান রনক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন আকন্দ, শাকিল হায়াত খান বাদশা, বিকাশ ঘোষ, আব্দুল হেলিম, মাহাবুব তালুকদার, আব্দুল আল হেলালী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির পাপ্পু, তাইজুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মরহুম মুস্তাক আহমেদের স্মৃতিচারণ করেন তার পরিবারের পক্ষ থেকে তার জৈষ্ঠ্য পুত্র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু। এছাড়া উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন জামালপুর পীর সাহেবের খাদেম মাওঃ সাইদুর রহমান তারা মিয়া।
উল্লেখ্য, তিনি ২০১২ সালের ১০ নভেম্বর মৃত্যুবরণ করেন। মরহুম মুস্তাক আহামেদ বিএনপি পূর্বধলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, নেত্রকোনা জেলা বিএনপির সহ-সভাপতি, দুই বার উপজেলা চেয়ারম্যান, তিনবার বিআরডিবির চেয়ারম্যান, পূ্র্বধলা পৌর সভার সাবেক পৌর প্রশাসক, পূ্র্বধলা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি ও পূর্বধলা বড় মসজিদের সাবেক সভাপতি হিসেবে দায়িত্বপালন করেছিলেন।
আজকালের খবর/ওআর