সোমবার ৯ ডিসেম্বর ২০২৪
২২ বছর পর অস্ট্রেলিয়ায় সিরিজ জয় পাকিস্তানের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৪:৩৮ PM
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছিল পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজে ঘুরে দাঁড়িয়েছিল সফরকারীরা। সেই ধারাবাহিকতা বজায় রেখে তৃতীয় ম্যাচে অজিদের ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে রিজওয়ান-বাবররা। এতে ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ জিতল পাকিস্তান।

অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে ২০০২ সালে ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান। সেই সময়ে দলের অধিনায়ক ছিলেন ওয়াকার ইউনুস এবং সিরিজসেরা হয়েছিলেন শোয়েব আক্তার। ২২ বছর পর রিজওয়ানের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় সিরিজ জিতলো পাকিস্তান। এবার সিরিজসেরা হয়েছেন হারিস রাউফ।

আজ রবিবার তৃতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৪০ রানে অলআউট হয় মাইটি অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ১৩৯ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় পাকিস্তান।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু রে দুই পাক ওপেনার সাইম আইয়ুব এবং আব্দুল্লাহ শাফিক। দুজনের ব্যাট থেকে আসে ৮৪ রান। ১৭তম ওভারের প্রথম শাফিক (৩৭) আউট হলে পঞ্চম বলে বোল্ড আউট হন সাইম। ৫২ বলে ৪২ রান করেন তিনি।

শেষ পর্যন্ত বাবর আজমের ৩০ বলে ২৮ রান এবং মোহাম্মদ রিজওয়ানের ২৭ বলের অপরাজিত ৩০ রানে ভর করে ১৩৯ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় পাকিস্তান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অজিরা। দলের মূল খেলোয়াড়রা না থাকায় শাহিন, রাউফ এবং নাসিম শাহদের মতো পেসারদের সামনে মুখ থুবড়ে পড়েছে অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটারা।

সিনিয়রদের মধ্যে শুধু ছিলেন মার্কাস স্টোইনিস এবং গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তারা। স্টোইনিস (৮) এবং শূন্য রানে আউট হন ম্যাক্সওয়েল। এতে ১৪০ রানেই গুটিয়ে যায় অজিরা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন সেন অ্যাবট।

পাকিস্তানের হয়ে নাসিম শাহ ও শাহিন আফ্রিদি তিনটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও হারিস রাউফ দুটি এবং মোহাম্মদ হাসনাইন নেন এক উইকেট।

আজকালের খবর/ওআর










http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
জুলাই-আগস্টের ঘটনায় অনেক বাদী মামলা বাণিজ্য করছেন: ডিএমপি কমিশনার
বাশার আল আসাদের বাসভবনে লুটপাট চালাল জনতা
এক দিনে তিনবার হার, ভারতের দুঃস্বপ্নের মতো দিন
বিক্রম মিশ্রির সফরে বরফ গলতে পারে ঢাকা-দিল্লির
নির্বাচন নিয়ে পরিকল্পনা উপদেষ্টার মন্তব্য ব্যক্তিগত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফুটবল খেলাকে কেন্দ্র করে ইবিতে মারামারি
বৃদ্ধকে বিয়ে, ফুলশয্যার আগে দেনমোহর নিয়ে উধাও যুব মহিলা লীগ নেত্রী!
চিন্ময়সহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
গভীর রাতে যুবলীগ নেতার বাড়িতে আগুন, মা ও চাচি নিহত
হঠাৎ এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft