শুক্রবার ৬ ডিসেম্বর ২০২৪
নারায়ণগঞ্জে বাস ভাড়া কমনোর দাবিতে মশাল মিছিল
মামুন মিয়া, নারায়ণগঞ্জ
প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৮:২৬ PM আপডেট: ০৯.১১.২০২৪ ৮:২৭ PM
ঢাকা-নারায়ণগঞ্জ ৪৫ টাকা বাস ভাড়া। ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া করার দাবিতে নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কে মশাল মিছিল করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। আজ শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের উদ্যোগে মশাল মিছিল করা হয়। মিছিলটি শহরের চাষাঢ়ার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়। দুই নম্বর রেলগেট হয়ে কালিরবাজার গিয়ে মিছিলটি শেষ হয়।

এ সময় এসি বাসসহ সব রুটে যৌক্তিক ভাড়ার দাবিও জানানো হয়। দাবি মানা না হলে হরতাল ডাকার হুঁশিয়ারিও দেন অংশগ্রহণকারীরা।

নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ‘নারায়ণগঞ্জ-ঢাকা (লিংক রোড) রুটে বাস ভাড়া ৪৫ টাকা করতে হবে। নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোড, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম, তাজমহল রুটের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনতে হবে।
ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করতে হবে। নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসি এসি বাসের ভাড়া ৬০ টাকা এবং এই রুটের বেসরকারি সকল এসিবাসের ভাড়া ৬৫ টাকা করতে হবে।’

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে পরিবহন নিয়ে অরাজকতা দীর্ঘদিনের। আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন সেক্টরের মতো এই পরিবহন খাতটি ছিল ওসমান পরিবারের চাঁদাবাজির অন্যতম উৎস। পরিবহনের মাফিয়া সিন্ডিকেট বছরের পর বছর সাধারণ যাত্রীদেরকে জিম্মি করে রেখেছে। আমাদের দাবি না মানলে হরতালের ঘোষণা দেওয়া হবে। আর এই হরতাল হবে এই সরকারের আমলে প্রথম হরতাল। আশা করি, হরতালের আগেই আমাদের দাবি মেনে নেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ধীমান সাহা জুয়েল, কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি হাফিজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আজকালের খবর/ওআর








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
বগুড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনে মানববন্ধন
ইবির সাবেক কোষাধ্যক্ষের আড়াই লক্ষাধিক টাকা ভাড়া বকেয়া
অবস্থান স্পষ্ট করা উচিৎ রেজওয়ানার, অভিমত শেখ সাদী খানের
পাকিস্তানে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন ইমরান খান
আতিফ আসলামকে পেছনে ফেললেন তালহা আনজুম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবিতে সাংবাদিকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়
জাতীয় ঐক্য ভাঙলে দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
গ্রামীণ ব্যাংক ও ইউনূস সেন্টার পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত সামরিক উপদেষ্টারা
হোটেল ব্যবসা বন্ধের শঙ্কা, ত্রিপুরায় বাংলাদেশি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
রাজনৈতিক ফায়দা লুটতে বাংলাদেশ ইস্যুতে মেতেছেন ভারতীয়রা?
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft