শুক্রবার ৬ ডিসেম্বর ২০২৪
ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তারের বদলী, নতুন প্রশাসক সাইফুল ইসলাম
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৮:২১ PM
অবশেষে জেলা প্রশাসক (ডিসি) মুছাম্মৎ শাহীনা আক্তারকে বদলি করা হয়েছে। একইসাথে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মো. সাইফুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

২০২৩ সালের ৭ জুলাই ফেনীর প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান শাহীনা। তখন তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব ছিলেন।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ত্রাণ তৎপরতা ও সমন্বয়হীনতার কারণে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে না পেরে ব্যাপক সমালোচিত হন ২৭তম বিসিএস (প্রশাসন)-এর কর্মকর্তা শাাহীনা আক্তার। এর আগে ৪ আগস্ট মহিপালে গণহত্যায় ছাত্র-জনতা খুনের ঘটনায় তার নির্লিপ্ততাকে দায়ী করে আসছিলেন সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে তাকে অপসারণ ও বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি হয়েছে। তাছাড়া ফেনী আলিয়া মাদরাসা, জহিরিয়া মসজিদ, শহর ব্যবসায়ী সমিতি, জেলা ক্রীড়া সংস্থা, সোনাগাজীর দারোগারহাট আল জামেয়াতুদ দ্বীনিয়া আলিম মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অচলাবস্থার সৃষ্টি হলেও পরিবর্তিত প্রেক্ষাপটে জেলা প্রশাসক হিসেবে কার্যকর কোনো উদ্যোগ নেননি শাহীনা আক্তার। এ নিয়েও তাকে নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে।

শাহীনা আক্তারের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায়। তাকে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট পরিচালক হিসেবে প্রেষণে পদায়ন দেয়া হয়েছে।

এ দিকে, গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. তৌহিদ বিন হাসান সাক্ষরিত অপর আদেশে নতুন জেলা প্রশাসক হয়েছেন মো. সাইফুল ইসলাম। তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব ছিলেন।

সাইফুল ইসলাম ফেনী জেলার ২৪তম জেলা প্রশাসক।

আজকালের খবর/ওআর










http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
ইবির সাবেক কোষাধ্যক্ষের আড়াই লক্ষাধিক টাকা ভাড়া বকেয়া
অবস্থান স্পষ্ট করা উচিৎ রেজওয়ানার, অভিমত শেখ সাদী খানের
পাকিস্তানে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন ইমরান খান
আতিফ আসলামকে পেছনে ফেললেন তালহা আনজুম
অভিমান বুকে বিবিসি জরিপে সেরা গানের গীতিকার আবু জাফরের প্রস্থান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবিতে সাংবাদিকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়
জাতীয় ঐক্য ভাঙলে দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
গ্রামীণ ব্যাংক ও ইউনূস সেন্টার পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত সামরিক উপদেষ্টারা
হোটেল ব্যবসা বন্ধের শঙ্কা, ত্রিপুরায় বাংলাদেশি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
রাজনৈতিক ফায়দা লুটতে বাংলাদেশ ইস্যুতে মেতেছেন ভারতীয়রা?
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft