প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৩:৪৭ PM আপডেট: ০৯.১১.২০২৪ ৩:৫০ PM
বগুড়ার সোনাতলা উপজেলার লোহাগাড়া গ্রামে চাচার হাসুয়ার আঘাতে ভাতিজা শহিদ মিশা (১৭) খুনের মামলার অন্যতম ৪ আসামিকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
মামলার আয়ু এসআই খোরশেদ আলম জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার পর নারায়নগঞ্জ ও গাজীপুর এলাকার বিভিন্ন জায়গা থেকে র্যাবের সহযোগিতায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
আটকরা হলেন- মৃত আব্দুস সালাম মিয়ার ছেলে নিহতের চাচা শহিদুল ইসলাম (৪৫), শরিফুল ইসলাম (২৮), নুরারপটল গ্রামের আতোয়ারের ছেলে আল আমিন (৩৫), গাবতলী উপজেলার তেলিহাটা গ্রামের মৃত হানিফ শাহ্’র ছেলে নুরনবী শাহ্ চেংটু (৩৫)।
জানা যায়, উপজেলার লোহাগাড়া গ্রামের মৃত আব্দুস সামাদ মিয়ার ছেলে ছয়ফুল ইসলাম (৪৫) ও ছোট ভাই মো. শহিদুল ইসলামের (৪০) সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ৬ আগষ্ট সকাল ৭টার সময় নিজ বাড়ির সীমানা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা মো. শহিদুল ইসলামের হাসুয়ার আঘাতে ভাতিজা স্কুল ছাত্র শহিদ মিশা গুরুত্বর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ১২ আগষ্ট সে মৃত্যুকোলে ঢলে পড়ে। এ ঘটনায় নিহতের মা সাহিদা বেগম বাদী হয়ে ১৩ আগষ্ট সোনাতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সোনাতলা থানার মামলা নং-৩।
নিহতের বাবা সাইফুল ইসলাম বলেন, যারা আমার ছেলেকে নিশংসভাবে হত্য করেছে আমি আদালতের মাধ্যমে তাদের ফাসি দাবি করছি।
আজকালের খবর/ওআর