প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৮:৩১ PM
নেত্রকোণার বারহাট্টায় ১ হাজার ২ শ’ ৪২ পিস ইয়াবাসহ মানিক (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। আজ শুক্রবার বেলা ১১টার দিকে বারহাট্টা উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৩ লাখ ১০ হাজার টাকা। নেত্রকোণা অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আটককৃত মানিক নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার মাঘান গ্রামের কালাচান মিয়ার ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বারহাট্টা ফায়ার সার্ভিসের সামনে নেত্রকোণা-মোহনগঞ্জ আঞ্চলিক সড়কে মোহনগঞ্জ সেনা ক্যাম্পের কর্পোরাল আইয়ুবের নেতৃত্বে চেকপোস্ট বসায় যৌথবাহিনী। বেলা ১১টার দিকে নেত্রকোণা থেকে মোহনগঞ্জে আসার পথে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করে ১ হাজার ২শ’ ৪২ পিস ইয়াবা পাওয়ার পর চালক মানিককে আটক করা হয়। পরে তাকে ইয়াবাসহ বারহাট্টা থানায় হস্তান্তর করা হয়। ইয়াবাগুলো ময়মনসিংহ থেকে নিয়ে মোহনগঞ্জ উপজেলায় আসছিল। মানিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব স্বীকার করেছে বলে জানান সেনা কর্মকর্তা জিসানুল হায়দার।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান বলেন, এ ঘটনায় আটক মানিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। পরে বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আজকালের খবর/ওআর