মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫
মোহনগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে ৪৪ শিক্ষকের পদ শূন্য
রিংকু রায়, মোহনগঞ্জ (নেত্রকোণা)
প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ১২:৫৪ PM
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ২৬টি এবং সহকারি শিক্ষক পদে ১৮টি পদ শূন্য রয়েছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। 

অন্যদিকে কোন কোন প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত শিক্ষকও রয়েছে। শিক্ষক সল্পতায় উপজেলার প্রাথমিক শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে। সরেজমিন ঘুরে এবং সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে পাওয়া গেছে এসব চিত্র। তথ্যানুসন্ধানে জানা গেছে, মোহনগঞ্জে এক পৌরসভা ও ৭ ইউনিয়ন জুড়ে ৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। 

কিন্তু শিক্ষক সংকটের কারণে শ্রেণি কক্ষে পাঠদান ব্যহত হচ্ছে। এখানকার হাওর জনপদে অবস্থিত ফাগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র ২জন শিক্ষক কর্মরত আছেন। পদ সংখ্যা অনুযায়ী এখানে থাকার কথা ৪জন। এতে করে মাত্র ২জন শিক্ষক দিয়ে ওই বিদ্যালয়ে অধ্যায়নরত ১৩৭ জন শিক্ষার্থীর ক্লাশ সুচারুরূপে নেয়া কখনই সম্ভব হয়না। 

কারণ প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৫টি ক্লাশ ২জন শিক্ষক দিয়ে কোনভাবেই চালানো সম্ভব হয়না।  

বিষয়টি স্বীকার করে প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ্ আজকালের খবরকে বলেন, গত ১ বছর ধরেই চলছে এ অবস্থা।  একই অবস্থা বিরাজ করছে ভাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। 

সেখানে ১৩৫ শিক্ষার্থীর বিপরীতে মাত্র ২জন শিক্ষক রয়েছে। সহকারি শিক্ষিকা নুপুর আক্তার জানান, শিক্ষক স্বল্পতায় সঠিকভাবে ক্লাশ নেয়া কষ্টকর। উপজেলার কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২শ ৫৮জন শিক্ষার্থীর বিপরীতে ৪ জন শিক্ষক রয়েছেন। 

এখানে ভালো পাঠদানের জন্য আরো ৩জন শিক্ষক দরকার বলে প্রধান শিক্ষক কাজী মশিউর রহমান জানান। উপজেলার সুয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু আছে। 

সেখানে প্রায় ৫শ শিক্ষার্থীর বিপরীতে ৮জন শিক্ষক কর্মরত আছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ পন্ডিত শিক্ষক স্বল্পতা স্বীকার করে জানান, এখানে আরো ৩জন শিক্ষক দরকার। 

উল্লেখ্য ওই বিদ্যালয়ে ২০১৩ সাল থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু করা হয়। সেই থেকে শিক্ষকরা এখানে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাশ চালালেও তাদের ভাগ্যে অতিরিক্ত কোন কানাকড়িও জুটেনি। আবার বেশ কিছু বিদ্যালয়ে অতিরিক্ত শিক্ষকের ছড়াছড়িও রয়েছে। মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী আছে ৭৫ জন। এখানে কর্মরত রয়েছে ৭জন শিক্ষক। একই ভাবে কানুহারী প্রাথমিক বিদ্যালয়ে ৬১জন শিক্ষার্থী রয়েছে। এখানে ৫জন শিক্ষক রয়েছেন। অথচ এখান থেকেই শিক্ষক নিয়ে সমন্বয় করা হলে সংকটে থাকা বিদ্যালয়গুলো ভালোভাবে পাঠদানের কার্যক্রম সক্ষম হতো। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন শিক্ষক সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন। তিনি জানান, অতিরিক্ত শিক্ষক থাকা বিদ্যালয়গুলো থেকে অন্যত্র সমন্বয়ের প্রস্তাব পেশ করা হবে।


আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
এ বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচনের দাবি তুলবে বিএনপি
চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন করা হচ্ছে: ভারত
ঋণগ্রহীতার প্রতিষ্ঠানের সামনে ব্যাংকের মানববন্ধন ও মাইকিং, সামাজিকভাবে হেনস্তা
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা
এইচএমপিভি : বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যুক্তরাষ্ট্রে তিন নেতার আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, দুঃখ প্রকাশ বিএনপির
৫ আগস্ট ‘সার্বক্ষণিক যোগাযোগে’ ছিলেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান
টিউলিপের পর যুক্তরাজ্যে এবার আলোচনায় সালমানপুত্র শায়ান
শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে
রাজনৈতিক চাপে নিয়োগ বাতিল হচ্ছে ৪৫০০ কর্মচারীর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft