শুক্রবার ৬ ডিসেম্বর ২০২৪
‘থ্রিলার’ অ্যালবামের প্রযোজক কুইন্সি মারা গেছেন
আনন্দমেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৬:৫১ PM
সংগীত কিংবদন্তি কুইন্সি জোনস মারা গেছেন। ৯১ বছর বয়সী এ সংগীতশিল্পী ও প্রযোজকের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছে বিবিসি। রোববার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বেল এয়ারের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। কুইন্সি জোনসের মৃত্যুর খবরটি বিবিসিকে নিশ্চিত করেছেন তাঁর প্রতিনিধি আর্নল্ড রবিনসন।  

দীর্ঘ ক্যারিয়ারে মাইকেল জ্যাকসন থেকে ফ্রাঙ্ক সিনাত্রাসহ বহু জনপ্রিয় শিল্পীর সঙ্গে তিনি কাজ করেছেন। মাইকেল জ্যাকসনের বিখ্যাত ‘থ্রিলার’ অ্যালবামের সংগীত প্রযোজক হিসেবে তিনি খ্যাতি অর্জন করেন।

৭৫ বছরের কর্মজীবনে তিনি ২৮টি গ্র্যামি এবং টাইম ম্যাগাজিনের বিংশ শতাব্দীর প্রভাবশালী জ্যাজ সংগীতশিল্পীর তালিকায় জায়গা করে নিয়েছিলেন।

কিংবদন্তির মৃত্যুতে এক বিবৃতিতে তাঁর পরিবার লিখেছে, ‘অত্যন্ত দুঃখ–ভারাক্রান্ত মনে আমাদের বাবা ও ভাই কুইন্সি জোনসের মৃত্যুর সংবাদ জানাচ্ছি। তাঁর এ চলে যাওয়া আমাদের পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা যে গৌরবের সময় পার করেছি, জানি আর এমন হবে না কখনো।’

ক্যারিয়ারের শুরুতে কুইন্সি জোনস ফ্রাঙ্ক সিনাত্রার সঙ্গো কাজ শুরু করেন। ১৯৭৮ সালে মিউজিক্যাল ফিল্ম ‘দ্য উইজ’–এ তিনি ১৯ বছর বয়সী মাইকেল জ্যাকসনের সঙ্গে প্রথমবারের মতো কাজ করেন। এরপর তিনি মাইকেল  জ্যাকসনের অ্যালবাম ‘অব দ্য ওয়াল’–এ সংগীত প্রযোজক হিসেবে কাজ করেন। অ্যালবামটি দুই কোটি কপি বিক্রি হয়েছিল। এরপর তিনি মাইকেলের ‘থ্রিলার’ ও ‘ব্যাড’ অ্যালবাম প্রযোজনা করেন।

১৯৮৫ সালে সেই সময়ের সেরা ৪৬ জন আমেরিকান গায়ককে নিয়ে তিনি ‘উই আর দ্য ওয়ার্ল্ড’ অ্যালবাম রেকর্ড করেন। যেখানে মাইকেল জ্যাকসন থেকে ব্রুস স্প্রিংস্টিন, টিনা টার্নার ও সিন্ডি লাউপারের মতো কিংবদন্তিদের এক করেছিলেন।

আজকালের খবর/আতে








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৬
ভারতের জনগণের উদ্দেশে ১৪৫ নাগরিকের বিবৃতি
ডিআরইউর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
বগুড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনে মানববন্ধন
ইবির সাবেক কোষাধ্যক্ষের আড়াই লক্ষাধিক টাকা ভাড়া বকেয়া
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জাতীয় ঐক্য ভাঙলে দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
গ্রামীণ ব্যাংক ও ইউনূস সেন্টার পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত সামরিক উপদেষ্টারা
রাজনৈতিক ফায়দা লুটতে বাংলাদেশ ইস্যুতে মেতেছেন ভারতীয়রা?
আমরা সবাই বাংলাদেশি এক পরিবারের সদস্য
দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি মূল্যস্ফীতি বাংলাদেশে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft