শুক্রবার ৬ ডিসেম্বর ২০২৪
আসছে ড্রামা সিরিজ ‘হাবুডুবু’
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৬:৪৯ PM আপডেট: ০৫.১১.২০২৪ ৭:০২ PM
আসছে নতুন ড্রামা সিরিজ ‘হাবুডুবু’। এরই মধ্যে ড্রামা সিরিজটির শুটিং শেষ হয়েছে। এটি প্রযোজনা করেছেন প্রযোজনা ফিঙে। গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সজিব চিশতি।

গল্পটি আবর্তিত হয়েছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ছাত্র জনতার আন্দোলনের পরবর্তী সময়ে মানুষের জীবনযাত্রা, অভাব, সম্পর্কের টানাপড়েন, ভয়, হতাশা, প্রেম, ভালোবাসা ও নতুন সপ্নযাত্রার ওপর। গল্পটি প্রসঙ্গে অভিনেত্রী মুনিরা মিঠু বলেন, সজিব সব সময়ই ভালো লেখে আলাদাভাবে কিছু দেখাতে চান। হাবুডুবু গল্পটিও সুন্দর একটি গল্প। সব শ্রেণির মানুষের ভালো লাগবে গল্পটি। সিরিজটির চিত্রগ্রহণ করেছেন সোহাগ শরীফ। সহকারী পরিচালক হিসেবে ছিলেন খলিলুর রহমান কচি।

সিরিজের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন হারুন রশীদ বান্টি, রিয়াজুল রিজু, আলিফ চৌধুরী, জাহিদ আশিক, রিমু রোজা খন্দকার, তনামি হক, সুমাইয়া অর্পা, ইমরান হাসো, তমা ইসলাম, সৈকত মাহমদু, রুদ্র মাহমুদ, রিয়াদ গাজী, আদনান হাবীব সুজনসহ অনেকে।

এতে বাপজানের বায়স্কোপখ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু সিরিজটিতে রাসেল চরিত্রে অভিনয় করেছেন, চরিত্রটি একজন ভবঘুরে বেকার যুবকের চরিত্র। নির্মাতা, অভিনেতা রিজু বলেন, সজিবের গল্পটি আসলে হিরো। প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ণ। গল্পটি শোনেই ভালো লেগে যায়। দর্শক ভালো কিছু পাবে আশা করছি।

নির্মাতা সজিব বলেন, আন্দোলনের পর সবার কাজই প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এর মধ্যে বড় একটি প্রজেক্ট, পছন্দের একটি গল্পের কাজ শেষ করলাম। ফিঙে ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন ফিঙে-এর প্রযোজক।

আজকালের খবর/আতে








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
ইবির সাবেক কোষাধ্যক্ষের আড়াই লক্ষাধিক টাকা ভাড়া বকেয়া
অবস্থান স্পষ্ট করা উচিৎ রেজওয়ানার, অভিমত শেখ সাদী খানের
পাকিস্তানে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন ইমরান খান
আতিফ আসলামকে পেছনে ফেললেন তালহা আনজুম
অভিমান বুকে বিবিসি জরিপে সেরা গানের গীতিকার আবু জাফরের প্রস্থান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবিতে সাংবাদিকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়
জাতীয় ঐক্য ভাঙলে দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
গ্রামীণ ব্যাংক ও ইউনূস সেন্টার পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত সামরিক উপদেষ্টারা
হোটেল ব্যবসা বন্ধের শঙ্কা, ত্রিপুরায় বাংলাদেশি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
রাজনৈতিক ফায়দা লুটতে বাংলাদেশ ইস্যুতে মেতেছেন ভারতীয়রা?
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft