প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৬:৪৯ PM আপডেট: ০৫.১১.২০২৪ ৭:০২ PM
আসছে নতুন ড্রামা সিরিজ ‘হাবুডুবু’। এরই মধ্যে ড্রামা সিরিজটির শুটিং শেষ হয়েছে। এটি প্রযোজনা করেছেন প্রযোজনা ফিঙে। গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সজিব চিশতি।
গল্পটি আবর্তিত হয়েছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ছাত্র জনতার আন্দোলনের পরবর্তী সময়ে মানুষের জীবনযাত্রা, অভাব, সম্পর্কের টানাপড়েন, ভয়, হতাশা, প্রেম, ভালোবাসা ও নতুন সপ্নযাত্রার ওপর। গল্পটি প্রসঙ্গে অভিনেত্রী মুনিরা মিঠু বলেন, সজিব সব সময়ই ভালো লেখে আলাদাভাবে কিছু দেখাতে চান। হাবুডুবু গল্পটিও সুন্দর একটি গল্প। সব শ্রেণির মানুষের ভালো লাগবে গল্পটি। সিরিজটির চিত্রগ্রহণ করেছেন সোহাগ শরীফ। সহকারী পরিচালক হিসেবে ছিলেন খলিলুর রহমান কচি।
সিরিজের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন হারুন রশীদ বান্টি, রিয়াজুল রিজু, আলিফ চৌধুরী, জাহিদ আশিক, রিমু রোজা খন্দকার, তনামি হক, সুমাইয়া অর্পা, ইমরান হাসো, তমা ইসলাম, সৈকত মাহমদু, রুদ্র মাহমুদ, রিয়াদ গাজী, আদনান হাবীব সুজনসহ অনেকে।
এতে বাপজানের বায়স্কোপখ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু সিরিজটিতে রাসেল চরিত্রে অভিনয় করেছেন, চরিত্রটি একজন ভবঘুরে বেকার যুবকের চরিত্র। নির্মাতা, অভিনেতা রিজু বলেন, সজিবের গল্পটি আসলে হিরো। প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ণ। গল্পটি শোনেই ভালো লেগে যায়। দর্শক ভালো কিছু পাবে আশা করছি।
নির্মাতা সজিব বলেন, আন্দোলনের পর সবার কাজই প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এর মধ্যে বড় একটি প্রজেক্ট, পছন্দের একটি গল্পের কাজ শেষ করলাম। ফিঙে ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন ফিঙে-এর প্রযোজক।
আজকালের খবর/আতে