সোমবার ৯ ডিসেম্বর ২০২৪
আড়াইহাজারে ডিবি পরিচয়ে ১৩ লাখ টাকা ছিনতাই
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ১২:১১ AM
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দিনেদুপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বিল্লাল হোসেন নামে এক এজেন্ট ব্যাংকিংয়ের মালিককে চোখ বেধে প্রাইভেটকারে তুলে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উচিৎপুরা-জাঙালিয়া সড়কে আড়াইহাজার পৌরসভার শিবপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বিল্লাল হোসেনের বাড়ি উপজেলা কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি গ্রামে। তিনি আড়াইহাজার সদরে ইসলামী ব্যাংকে টাকা নিয়ে তার গ্রামে যাচ্ছিলেন।

বিল্লাল হোসেন জানান, তিনি কালাপাহাড়িয়া ইউনিয়নের ইসলামী ব্যাংকের পিএলসির এজেন্ট ব্যাংক পরিচালনা করেন। সোমবার ইসলামী ব্যাংক থেকে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা উত্তোলন করে ইজারকান্দি ইসলামী ব্যাংক (এজেন্ট ব্যাংক) যাওয়ার জন্য সিএনজি অটোরিকশায় উঠেন।

দুপুর ১টার দিকে তাকে বহনকারী সিএনজি অটোরিকশাটি  আড়াইহাজার পৌরসভার শিবপুর ব্রিজের কাছাকাছি পৌঁছালে সামনে দিয়ে একটি অজ্ঞাতনামা সাদা প্রাইভেটকার তাকে বহনকারী সিএনজি অটোরিকশার গতিরোধ করে। প্রাইভেটকার থেকে ৪-৫ জন দ্রুত নেমে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে টাকাসহ বিল্লাল হোসেনকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের গাউছিয়া এসে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়।
 
এবিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। পাশাপাশি টাকা উদ্ধারসহ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



আজকালের খবর/ এমকে








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
রাশিয়ার সঙ্গে চুক্তিতে আগ্রহী জেলেনস্কি: ট্রাম্প
জুলাই-আগস্টের ঘটনায় অনেক বাদী মামলা বাণিজ্য করছেন: ডিএমপি কমিশনার
বাশার আল আসাদের বাসভবনে লুটপাট চালাল জনতা
এক দিনে তিনবার হার, ভারতের দুঃস্বপ্নের মতো দিন
বিক্রম মিশ্রির সফরে বরফ গলতে পারে ঢাকা-দিল্লির
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফুটবল খেলাকে কেন্দ্র করে ইবিতে মারামারি
বৃদ্ধকে বিয়ে, ফুলশয্যার আগে দেনমোহর নিয়ে উধাও যুব মহিলা লীগ নেত্রী!
চিন্ময়সহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
হঠাৎ এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
গভীর রাতে যুবলীগ নেতার বাড়িতে আগুন, মা ও চাচি নিহত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft