প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৮:২৮ PM
নরসিংদীর মনোহরদীতে আনিকা নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হন তার খালা পাপিয়া আক্তার। আজ সোমবার বিকেলে মনোহরদী সরকারি কলেজ সংলগ্ন আব্দুস সাত্তার মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আনিকা (১৫) বেলাব উপজেলার পোড়াদিয়া গ্রামের শাহাজাদা নূরে আলমের মেয়ে। সে কৃষ্ণপুর ভোকেশনাল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। আহত পাপিয়া আক্তার (৪৯) মৃত আব্দুস সাত্তার মাস্টারের স্ত্রী। মায়ের নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ে চাকরি করার সুবাদে খালা পাপিয়ার বাড়িতে থেকে পড়াশোনা করত আনিকা।
স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে পাপিয়া আক্তার রক্তাক্ত শরীর নিয়ে বাসা থেকে বের হয়ে চিৎকার করতে থাকে। এ সময় প্রতিবেশীরা তার বাড়িতে ঢুকে তার বোনের মেয়ে আনিকার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে পাপিয়াকে আহত অবস্থায় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয় লোকজন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
মনোহরদী থানার ওসি মোহাম্মদ জুয়েল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে তরুণীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের খালা পাপিয়াকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় রেফার্ড করেছেন চিকিৎসকরা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে রক্তমাখা চাপাতি।
আজকালের খবর/ওআর