প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ২:৩৩ PM
সিলেটের বিশ্বনাথে খালের পানিতে ডুবে ফাহিমা বেগম নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) সকালে উপজেলার নকিখালী এলাকায় লিলু মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত ফাহিমা বানিয়াচং থানার যাত্রাপাশা গ্রামের আবিদুর ইসলাম সাগরের মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ওই শিশু পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশে একটি খালের পাড়ে খেলতে গিয়ে হঠাৎ করে পা পিছলে পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি শেষে পরিবারের লোকজন খালের পানিতে তার লাশ ভেসে উঠতে দেখে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা আবিদুর ইসলাম সাগর জানান, তিনি দীর্ঘদিন ধরে এ কলোনিতে বসবাস করছেন। সকাল ১০টার দিকে তার মেয়ে ফাহিমাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন। পরে সকাল ১১টার দিকে কলোনির পাশে খালে মেয়ের লাশ ভেসে উঠতে দেখি। পরে তাকে উদ্ধার করে কাদিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মামুন মিয়া বলেন, শিশু ফাহিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
আজকালের খবর/বিএস