গণঅধিকার পরিষদ ও সংগঠনটির সভাপতি নুরুল হক নুরকে নিয়ে কটূক্তি এবং অশালীন স্লোগান দেওয়ায় জাতীয় পার্টিকে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।
রবিবার দুপুরে রংপুর সিটি বাজার এলাকার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান গণপরিষদের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উচ্চতর পরিষদ সদস্য মো. হানিফ খান সজীব, রংপুর বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক মাসুদ রানা মোন্নাফ প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়েছে, ক্ষমা না চাইলে জাতীয় পার্টির বিরুদ্ধে রংপুরসহ সারা দেশে গণপ্রতিরোধসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, শনিবার ফ্যাসিবাদের দোসর রংপুর জাতীয় পার্টির নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল করে গণঅধিকার পরিষদ ও ভিপি নুরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এই জাতীয় পার্টি ভারতীয় নীল নকশায় দেশের গণতন্ত্র ধ্বংস করে আওয়ামী ফ্যাসিবাদ কায়েমে বিগত তিনটি নির্বাচনেই সহযোগী ছিল।
সংবাদ সম্মেলনে বলা হয়, জাতীয় পার্টির নেতারা এর আগেও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিয়েও এ ধরনের কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক বক্তব্য রাখেন। রংপুরের আঞ্চলিক শান্তি ও সহনশীলতা স্বার্থে ভিন্নমতের রাজনীতির প্রশ্নে আমরা উদারতা দেখালে জাতীয় পার্টি সেটিকে দুর্বলতা ভাবছে। জুলাই বিপ্লবের শহিদ আবু সাঈদের রক্তস্নাত রংপুরের মাটিতে গণহত্যাকারী খুনি ফ্যাসিস্ট ও তার সহযোগীদের রাজনীতির স্থান হবে না।
আজকালের খবর/ এমকে