বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশকদের পক্ষ থেকে অমর একুশে বইমেলা ২০২৫-এ স্টল ভাড়া ৫০ ভাগ কমানো, প্যাভিলিয়ন পদ্ধতি বাতিল, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন ও অধিক সংখ্যক প্রকাশক প্রতিনিধি মনোনয়নসহ ১৬ দফা দাবির স্মারক লিপি প্রদান করা হয়েছে বাংলা একাডেমির মহা-পরিচালক ও সভাপতি কে।
আজ রবিবার বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির পক্ষে সিনিয়র সহ-সভাপতি রাজিয়া রহমান (জাগৃতি প্রকাশনী) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের কাছে প্রস্তাবনাপত্র, স্বৈরাচারের দোসর লুটপাটকারী প্রকাশকদের তালিকা, বইমেলায় প্রকাশক প্রতিনিধি মনোনয়ন তালিকা প্রদান করেন।
এ সময় বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি সাঈদ বারী, সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল হক শাহজী, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন কলি, অর্থ সম্পাদক জামাল উদ্দিন, মেলা সম্পাদক মশিউর রহমান, বাজার উন্নয়ন সম্পাদক মোঃ মনিরুজ্জামান, প্রচার সম্পাদক ওয়াহিদ তুষার, দপ্তর সম্পাদক মোঃ ফিরোজ মিয়া, সদস্য সহিদুল ইসলাম, মোঃ শিহাব উদ্দিন, মহসিন রুবেল, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর হোসেন, এইচ এম আলমগীর, ইসমাঈল আহসান, হানিফ রাশেদীন, সহ ৬৫জন প্রকাশক উপস্থিত ছিলেন।
পরে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের হাতে অনুরূপ স্মারকলিপি প্রদান করেন বৈষম্য বিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি সাঈদ বারী।
প্রকাশক নেতৃবৃন্দ একই দিনে জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগমের কাছে বিভাগীয় বইমেলার স্টল ভাড়া কমানো, বই বাছাই প্রতিনিধি মনোনয়ন, আন্তর্জাতিক বইমেলায় বৈষম্যের শিকার প্রকাশকদের অগ্রাধিকার দেওয়া এবং স্বৈরাচারের দোসর প্রকাশকদের বিষয়ে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
উল্লেখ্য, অমর একুশে বইমেলা ২০২৪-এ স্টলভাড়া এক ইউনিট ১৫,১৮০ টাকা, দুই ইউনিট-৩১,৬২৫, তিন ইউনিট ৫৯৮০০ টাকা, চার ইউনিট ৮৩৪৯০ টাকা ও প্যাভিলিয়ন ভাড়া (২০ ঢ ২০) ১,৫১,৮০০ ও (২৪ ঢ ২৪) ১,৮৬,৩০০ টাকা ।
আজকালের খবর/ওআর