প্রকাশ: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৫:৩৫ PM
১৬ জুলাইকে 'সন্ত্রাস প্রতিরোধ দিবস' ঘোষণা করা এবং বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন ও জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণের দাবিসহ সর্বমোট একচল্লিশ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
রবিবার (০৩ অক্টোবর) সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মোট একচল্লিশটি দাবি উপস্থাপন করেন, এরমধ্যে ৩নং দফাতে তারা দাবি করেন,১৬ জুলাইকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 'সন্ত্রাস প্রতিরোধ দিবস' ঘোষণা করতে হবে এবং প্রতি বছর আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করতে হবে।
এছাড়াও তারা আরও ৪ নং দফায় বিশ্ববিদ্যালয়ের স্থাপনার নাম পরিবর্তন ও জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণের দাবি করেন। এছাড়া তারা বলেন, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মূল কারিগর গণহত্যাকারী শেখ হাসিনা ও তার পরিবারের অপ্রাসঙ্গিক ব্যক্তিবর্গের নামে সকল স্থাপনার নাম পরিবর্তন করে স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিভিন্ন শহীদের নামে নামকরণ করতে হবে। জুলাই বিপ্লবের স্মৃতি অমর রাখার উদ্দেশ্যে শহীদদের নামে বিশ্ববিদ্যালয়ের বাসসমূহের নামকরণ করতে হবে।
তারা আরও দাবি করেন, জুলাই বিপ্লব স্মরণে নির্মিতব্য শহীদ স্মৃতিস্তম্ভের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খরচে সকল শহীদের তালিকা সম্বলিত স্মৃতিফলক নির্মাণ করতে হবে।
প্রসঙ্গত, এর আগে গত ২৯ অক্টোবর রাতে দীর্ঘ ৩৫ বছর পর প্রকাশ্যে রাজনীতির ঘোষনা দেন জাবি শাখা ছাত্র শিবিরের নেতারা। এসময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শাখা ছাত্র শিবিরের তিন নেতা প্রকাশ্যে আসেন।
আজকালের খবর/বিএস