প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৭:৩৯ PM
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে প্রতিভাবান সঙ্গীত তারকা শান সায়েক। স্বতন্ত্র এবং প্রাণবন্তকণ্ঠের এই শিল্পী শুধু গায়কই নন, একই সাথে তিনি সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবেও সুপরিচিত। ১৯৯৮ সাল থেকে এখন পর্যন্ত সঙ্গীতের সাথেই তার বসবাস। সঙ্গীতই তার নেশা এবং পেশা। গুণী এই সঙ্গীত সাধক ১৯৭৯ সালের ৫ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবে একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছেন তিনি। সঙ্গীত শেখায় প্রথম গুরু হিসেবে পেয়েছেন শংকর দাসকে। সঙ্গীতে তার আদর্শগুণী শিল্পী আব্দুল হাদী ও নিয়াজ মোহাম্মাদ চৌধুরী দিবপালদের।
শান সায়েকের শুরুটা ছিলব্যান্ড সঙ্গীতের মধ্য দিয়ে। ২০০০ সালে তার ব্যান্ড দল ‘ইমোশনের’ প্রথম এ্যালবাম ‘সঙ্গদোষ’ রিলিজ হয়। ২০০৩ সাল থেকে সলো ক্যারিয়ার শুরু করেন তিনি। একই সাথে শুরু করেন সঙ্গীত পরিচালনার কাজ। সঙ্গীত পরিচালনা করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। তার প্রথম মৌলিক গান ‘বিরহ ব্যথা’। গানটির কথা এবং সুর তারই করা। ‘একটু রোদের ছোঁয়া’ গানটি প্রথম নাটকে গাওয়া গান। শাকিব খান অভিনীত ’রাজনীতি’ সিনেমার ’তোমার এই মন’ গানটি তার প্রথম সিনেমায় করা গান। শানের কণ্ঠে ‘কন্যা রে কন্যা রে’ গানটি বেশ জনপ্রিয় হয় এবং এ জন্য তিনি ২০১৯ সালে এজেএফবি এ্যাওয়ার্ড অর্জন করেন। তার কম্পোজিশনে ‘সাদাকালো’ এ্যালবামের জন্য জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদানবী চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছিলেন। গান ছাড়াও শান সায়েক ভালোবাসেন বই পড়তে। সম্প্রতি বাংলা গানের নতুন প্লাটফর্ম ‘মিউজিক আলফা’ নিয়ে কাজ করছেন এই শিল্পী। এটি মূলত সঙ্গীতের সাথে সংশ্লিষ্ট সবার সমন্বয়ে গঠিত।
এমন সংগীতজ্ঞকে নিয়ে এনিগমা টিভির নিয়মিত আয়োজন ‘আজ গানের দিন’ অনুষ্ঠিত হবে আজ রবিবার রাত আটটায়। অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে। অনুষ্ঠানটির সঞ্চলনার দায়িত্ব রয়েছেন কণ্ঠশিল্পী ইউসুফ আহমেদ খান।
এ ব্যাপারে এনিগমা টিভি’র ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ বলেন, আমরা প্রত্যেক শিল্পীর নিজস্বতা তুলে ধরতে চাই। ১ম ও ২য় সিজনের দর্শক-শ্রোতাপ্রিয়তার কারণে ৩য় সিজনকে একুট ভিন্নতা দেওয়া হয়েছে। এই সিজনে থাকছে ২৮টি পর্ব। ২০২৫ এর ২৩ ফেব্রুয়ারি এই সিজন শেষ হবে।
এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড নির্মিত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে এনিগমা টিভি’র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।
আজকালের খবর/আতে