প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৭:৩১ PM
নেপালের বিপক্ষে ফাইনালে গোল করে বাংলাদেশকে টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা এনে দিয়েছেন ঋতুপর্ণা চাকমা। হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও। তাকে নিয়ে চারদিকে বন্দনার মাঝে এবার দারুণ সুখবর দিলেন তিনি। দু’টি বিদেশি ক্লাব থেকে খেলার প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন এ মিডফিল্ডার।
দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে ঋতুপর্ণা জানান, সাফ চলাকালীন সময়েই ভারত এবং ইউরোপের দু’টি ক্লাব থেকে তার কাছে প্রস্তাব এসেছে। ঋতুপর্ণা বলেন, ‘আমি কিন্তু এই সাফ চলাবস্থায় ভারতের একটি ক্লাব ও ইউরোপের একটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছি।’
বাংলাদেশের নারী ফুটবলাররা এর আগে ভারতের ক্লাবের হয়ে খেলেছেন। কিন্তু ইউরোপের ক্লাবে খেলেননি কখনো। এ রকম একটি প্রস্তাব বাংলাদেশের নারী ফুটবলের জন্য বিরাট ঘটনা। তবে আপাতত ক্লাবের নাম প্রকাশ করতে চাননি ঋতু, ‘এটা এখনই বলা বারণ আছে। সব কিছু ঠিক হলে আনুষ্ঠানিকভাবেই জানাব। তবে ভারতের যে ক্লাবে গত বছর সাবিনা আপু খেলেছেন, সেখান থেকেও প্রস্তাব এসেছে।’
এর আগে, ২০১৮ সালে ভারতীয় ক্লাব সেথু এফসির হয়ে খেলেছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এরপর গত বছরের ডিসেম্বরে তিনি ইন্ডিয়ান উইমেন্স লিগের কর্ণাটকের ক্লাব কিকস্টার্ট এফসির হয়ে খেলেছেন।
আজকালের খবর/ওআর