প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৬:২৪ PM
চলচ্চিত্র প্রদর্শক, প্রযোজক, পরিবেশক ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম চৌধুরী (৮৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
সাইফুল ইসলাম চৌধুরীর জানাযার নামাজ বাদ যোহর জামে ইস্কাটন মসজিদে (বাংলামোটর মোড় জনতা ব্যাংকের পিছনে) অনুষ্ঠিত হয়। পরে বনানী কবরস্থানে দাফন করা হয়।
চলচ্চিত্র প্রদর্শক ও প্রযোজক সাইফুল ইসলাম চৌধুরী বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি হিসেবে তিন বার দায়িত্ব পালন করেছেন। এছাড়া সারেন্ডার, বলবানসহ বেশ কিছু ছবি প্রযোজনাসহ অনেক দেশি-বিদেশি ছবির পরিবেশনা করেছেন তিনি। একজন দানশীল মানুষ হিসেবেও তিনি অনেকের পাশে থেকেছেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, একমাত্র কন্যা, জামাতা ও নাতিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
সাইফুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, সভাপতি কাজী শোয়েব রশিদ, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল, সিনিয়র সহসভাপতি মিয়া আলাউদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও শরফুদ্দিন এলাহী সম্রাট, আজগর হোসেন, আর এস রুবেল, মতিন পাঠান, রফিকুল ইসলাম, খোরশেদ আলম, ঈসা খাঁ সহ সমিতির সব সদস্য শোক জানিয়েছেন। একইসাথে তারা সাইফুল ইসলাম চৌধুরীর শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিক সাইফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রযোজক, প্রদর্শক চিত্রনায়ক সোহেল রানা। তিনি স্মৃতি রোমন্থন করে বলেন, সাইফুল ভাইয়ের মৃত্যুতে আমি অনেক কষ্ট পেয়েছি। কারণ এখন সিনেমা নিয়ে কারো সঙ্গে আর বিতর্ক হবে না। আমরা এক সঙ্গে অনেকদিন চলেছি। অনেক সময় চলচ্চিত্র স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তুমুল বিতর্ক হয়েছে, এখ আর হবে না। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
অপরদিকে পরিচালক ও চিত্রনাট্যকার ছটকু আহমেদ বলেন, এক কথায় বলতে গেলে চলচ্চিত্রের একজন কান্ডারি ছিলেন তিনি। তা ছাড়া অনেক মানবিক কর্মে তিনি জড়িয়ে ছিলেন। আমার মেজো মেয়ে এমবিএ করার পর ঢাকা ষ্টক এক্সচেঞ্জে উনার ফার্মে ইন্টার্নশিপ করার ব্যবস্থা করে দিয়েছিলে। প্রতিদিন খোঁজ নিয়ে আমাকে ফোন করে জানাতেন। চলচ্চিত্র পরিচালক সমিতিতে তিনি শিক্ষা ভাতার জন্য অনুদান দিয়েছেন এবং আরো অনেক জনহিতকর কাজের জন্য অনেক গুণী সাইফুল ভাই চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন।
আজকালের খবর/আতে