প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৬:১৭ PM আপডেট: ৩১.১০.২০২৪ ৬:২৩ PM
জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে ৩১ অক্টোবর নৃশংসভাবে হত্যা করা হয়। তার ৯ম প্রয়াণ দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার বাংলাবাজারে বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি স্মরণসভার আয়োজন করে।
সমিতির সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন দীপনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দীপন হত্যার প্রকৃত সত্য উদ্ঘাটন করে দ্রুত বিচার দাবি করেন।
স্মরণসভায় সমিতির সভাপতি সাঈদ বারী, সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান, যুগ্মনির্বাহী পরিচালক, শরীফুল শাহজী, সাংগঠনিক সম্পাদক এসএম মহিউদ্দীন কলি, মেলাবিষয়ক সম্পাদক, মশিউর রহমান, অর্থ ও দপ্তর সম্পাদক জামাল উদ্দীনসহ বিভিন্ন প্রকাশনীর প্রকাশকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি সাঈদ বারী তার বক্তব্যে বলেন, তৎকালীন আওয়ামী সরকার দীপন হত্যাকাণ্ডের প্রকৃত আসামীদের না ধরে জঙ্গীরা হত্যা করেছে বলে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেয়ার চেষ্টা করেছে।
অন্যান্য বক্তারা বলেন, ফয়সাল আরেফিন দীপনের সাথে আমাদের দীর্ঘদিনের স্মৃতি রয়েছে। বিভিন্ন সময় জাতীয়তাবাদী প্রকাশকদের সমন্বয়ে গঠিত প্লাটফর্মে প্রকাশকদের উন্নয়নে আলোচনাসভায় তিনি অনেক গুরুত্বপূর্ণ ও দূরদর্শী মতামত প্রদান করতেন।
আজকালের খবর/ওআর