বুধবার ২৩ এপ্রিল ২০২৫
ইবিতে ছাত্র-উপদেষ্টার পরামর্শ ব্যতিত উপাচার্যের সাথে দেখা না করার আহ্বান
রবিউল আলম, ইবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৪:৫৯ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের যেকোনো অভিযোগ বা সমস্যা প্রাথমিকভাবে ছাত্র-উপদেষ্টার কাছে তুলে ধরার আহ্বান করা হয়েছে। প্রশাসনের স্বাভাবিক কাজের গতি বজায় রাখতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

ছাত্র উপদেষ্টার কার্যালয় সূত্র মতে, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে শিক্ষার্থীদের যাবতীয় সমস্যা সমাধানের জন্য ছাত্র-উপদেষ্টা ব্যতিরেকে উপাচার্যের সাথে দেখা না করার পরামর্শও দেওয়া হয়েছে। 

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ক্যাম্পাসে শিক্ষার্থীদের একাডেমিক, সাংস্কৃতিক ও সামাজিক যে কোনো অভিযোগ বা সমস্যা সমাধানের জন্য প্রাথমিকভাবে ছাত্র উপদেষ্টার সাথে আলোচনা বা পরামর্শ করতে হবে। ছাত্র-উপদেষ্টার সঙ্গে আলোচনা বা পরামর্শ ব্যতিত সরাসরি উপাচার্যের সাথে দেখা না করার জন্য পরামর্শ দেওয়া হয়।

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, উপাচার্যের পরামর্শক্রমে আমরা এমন নির্দেশনা দিয়েছি। যাতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ও সামাজিক অনেক সংগঠন তাদের যৌক্তিক দাবি নিয়ে আগে আমার সাথে আলোচনা করে। এতে যদি আমার দ্বারা সমস্যাগুলোর সমাধান সম্ভব হয় তাহলে তো হলোই। আমার মাধ্যমে সমাধান না হলে তাদেরকে নিয়ে আমি ভিসি স্যারের সাথে দেখা করতে পারব। এতে প্রশাসনের স্বাভাবিক কাজের গতি তরান্বিত হবে। 

তিনি আরও জানান, এদিকে প্রশাসনে এখনও উপ-উপাচার্য বা ট্রেজারার নিয়োগ না হওয়ায় ভিসি স্যারের এসব কাজ একা দেখভাল করা কষ্টসাধ্য। তাই আমরা শিক্ষার্থীদের বলবো প্রাথমিকভাবে ভিসি স্যারের কাছে না গিয়ে আমার সাথে আলোচনা বা পরামর্শ করতে। এখানে নেতিবাচক প্রভাব পড়বে না বরং ইতিবাচক ভাবে দেখবে বলে প্রত্যাশা রাখছি।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
বাগেরহাটে হোটেল থেকে বিএনপির ১৮ নেতাকর্মী গ্রেপ্তার, ৬ হাতবোমা উদ্ধার
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকেড
দুর্নীতির তথ্য চাওয়ায় সাংবাদিককে সাজা দিলেন ইউএনও
কুয়েটে এবার রোকেয়া হলের তালা ভেঙে ছাত্রীদের প্রবেশ
ড. আমিনুলের যোগদানে অসম্মতি প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মায়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের পাশে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ
দুর্নীতির তথ্য চাওয়ায় সাংবাদিককে সাজা দিলেন ইউএনও
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি
শেখ হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়
মহানবীকে কটূক্তি করায় তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft