কয়েক দফা তারিখ পিছিয়ে ডিসেম্বরের ৬ তারিখে মুক্তির তারিখ ঠিক করা হয়েছিল আলোচিত ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার। সেই তারিখেও এসেছে পরিবর্তন।
তবে এবার না পিছিয়ে একদিন এগিয়ে আনা হয়েছে মুক্তির তারিখ।
আনন্দবাজার লিখেছে, ডিসেম্বরের ৫ তারিখে প্রেক্ষাগৃহের পর্দায় আসছে ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমাটি।
এই সিনেমার নায়ক আল্লু অর্জুন সিনেমা মুক্তির নতুন তারিখ ঘোষণা করে একটি পোস্ট দিয়েছেন তার ইনস্টাগ্রামে।
২০২১ সালে মুক্তি পাওয়া এই সিনেমার প্রথম কিস্তি ‘পুষ্পা: দ্য রাইজ’ বক্স অফিসে ঝড় তুলেছিল। প্রায় ৭০০ কোটি রুপির দ্বিতীয় কিস্তি আরও বেশি সাড়া জাগাবে বলে আশা করছেন নির্মাতারা।
প্রথমে কথা ছিল, গেল বছরের শেষ দিকে মুক্তি পাবে ‘পুষ্পা: দ্য রুল’। কিন্তু শুটিং শিডিউল নিয়ে জটিলতা, চিত্রনাট্যে রদবদল, অভিনয় শিল্পীদের মধ্যে মনোমালিন্যসহ নানা জটিলতায় মুক্তি আটকে যায়।
পরে ‘পুষ্পা’ টিমের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের ১৫ অগাস্ট মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২’, যদিও সেটাও হয়নি।
তবে এরি মধ্যে মুক্তির আগেই ১ হাজার কোটি রুপি আয় করেছে ‘পুষ্পা ২’।
প্রেক্ষাগৃহে বিভিন্ন ভাষায় ‘পুষ্পা ২’ দেখানোর স্বত্ব নির্মাতারা ৬৬০ কোটি রুপিতে বিক্রি করেছেন।
আজকালের খবর/ এমকে