বুধবার ২৩ এপ্রিল ২০২৫
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে লেগুনাচালকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১২:৫৫ AM
রাজধানীর রামপুরায় চাঁদা আদায়ের প্রতিবাদ করায় এক লেগুনা চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার নাম হাসান হাওলাদার (২২)। এ ঘটনায় আহত হয়েছেন আরেক লেগুনা চালক নুরে আলম (২৩)। 

মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। 

আহত নুরে আলম বলেন, আমি আর হাসান রামপুরা বনশ্রী থেকে খিলগাঁও-মাদারটেক লেগুনা চালাই। বেশ কয়েকদিন ধরে ইমনসহ বেশ কয়েকজন লেগুনা স্ট্যান্ডে গিয়ে চাঁদা দাবি করে আসছিল। আজ রাতে ইমনসহ কয়েকজন রামপুরা ব্রীজের পাশে বনশ্রী প্রবেশের মুখে লেগুনা স্ট্যান্ডে গিয়ে চাঁদা নেওয়ার চেষ্টা করলে আমরা বাধা দেই। এ সময় তারা হাসানকে ছুরিকাঘাত করে। আমি বাধা দিলে আমাকেও ছুরিকাঘাতে করে তারা পালিয়ে যায়। পরে হাসানকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। 

নিহত হাসানের বোন তানিয়া আক্তার বলেন, আমাদের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামে। বর্তমানে রামপুরা কুঞ্জবন এলাকায় থাকেন। বাবার নাম আলমগীর হাওলাদার। হাসান নিজের লেগুনা নিজেই চালাতেন। রাতে লোক মুখে জানতে পারি, হাসানকে কে বা কারা ছুরিকাঘাত করেছে। পরে ঢাকা মেডিকেলে এসে হাসানের মরদেহ দেখতে পাই। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রামপুরা থেকে ওই যুবককে সহকর্মীরা মুমুর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সহকর্মীরা জানান, ছুরিকাঘাত করা হয়েছে। তার পেটেসহ শরীরের কয়েক জায়গায় ছুরিকাঘাত রয়েছে। এ ছাড়া আহত নুরে আলমের পেটের বাম পাশে ছুরিকাঘাত রয়েছে। জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।



আজকালের খবর / এমকে








সর্বশেষ সংবাদ
বাগেরহাটে হোটেল থেকে বিএনপির ১৮ নেতাকর্মী গ্রেপ্তার, ৬ হাতবোমা উদ্ধার
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকেড
দুর্নীতির তথ্য চাওয়ায় সাংবাদিককে সাজা দিলেন ইউএনও
কুয়েটে এবার রোকেয়া হলের তালা ভেঙে ছাত্রীদের প্রবেশ
ড. আমিনুলের যোগদানে অসম্মতি প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মায়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের পাশে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ
দুর্নীতির তথ্য চাওয়ায় সাংবাদিককে সাজা দিলেন ইউএনও
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি
শেখ হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়
একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft