বুধবার ১৩ নভেম্বর ২০২৪
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে লেগুনাচালকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১২:৫৫ AM
রাজধানীর রামপুরায় চাঁদা আদায়ের প্রতিবাদ করায় এক লেগুনা চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার নাম হাসান হাওলাদার (২২)। এ ঘটনায় আহত হয়েছেন আরেক লেগুনা চালক নুরে আলম (২৩)। 

মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। 

আহত নুরে আলম বলেন, আমি আর হাসান রামপুরা বনশ্রী থেকে খিলগাঁও-মাদারটেক লেগুনা চালাই। বেশ কয়েকদিন ধরে ইমনসহ বেশ কয়েকজন লেগুনা স্ট্যান্ডে গিয়ে চাঁদা দাবি করে আসছিল। আজ রাতে ইমনসহ কয়েকজন রামপুরা ব্রীজের পাশে বনশ্রী প্রবেশের মুখে লেগুনা স্ট্যান্ডে গিয়ে চাঁদা নেওয়ার চেষ্টা করলে আমরা বাধা দেই। এ সময় তারা হাসানকে ছুরিকাঘাত করে। আমি বাধা দিলে আমাকেও ছুরিকাঘাতে করে তারা পালিয়ে যায়। পরে হাসানকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। 

নিহত হাসানের বোন তানিয়া আক্তার বলেন, আমাদের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামে। বর্তমানে রামপুরা কুঞ্জবন এলাকায় থাকেন। বাবার নাম আলমগীর হাওলাদার। হাসান নিজের লেগুনা নিজেই চালাতেন। রাতে লোক মুখে জানতে পারি, হাসানকে কে বা কারা ছুরিকাঘাত করেছে। পরে ঢাকা মেডিকেলে এসে হাসানের মরদেহ দেখতে পাই। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রামপুরা থেকে ওই যুবককে সহকর্মীরা মুমুর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সহকর্মীরা জানান, ছুরিকাঘাত করা হয়েছে। তার পেটেসহ শরীরের কয়েক জায়গায় ছুরিকাঘাত রয়েছে। এ ছাড়া আহত নুরে আলমের পেটের বাম পাশে ছুরিকাঘাত রয়েছে। জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।



আজকালের খবর / এমকে








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
এমন কাউকে দায়িত্ব দেওয়া যাবে না, যার কারণে সরকার বিতর্কিত হয়: ফখরুল
সরকারের মনোভাব বুঝতে ঢাকায় আসছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি
শেখ হাসিনাসহ ১৩০ জনের নামে মামলা : ফিরে এলো স্বামী
এলসির অর্থ যথাসময়ে শোধ না করলে ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
চট্টগ্রামে কর্ণফুলী মার্কেটে আগুন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জয় বাংলা স্লোগান: পিটুনির শিকার সেই মুক্তিযোদ্ধাকে হত্যা মামলায় গ্রেপ্তার
বঙ্গবন্ধুর ছবি সরানো নিয়ে দেওয়া বক্তব্যের জন্য রিজভীর দুঃখ প্রকাশ
নদীর চ‌রে আটকে ছিল পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ
আওয়ামী লীগ নেতা ‘হুন্ডি সুমন’ গ্রেপ্তার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব সমন্বয়ককে অবাঞ্ছিত ঘোষণা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft