প্রকাশ: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ২:৩৪ PM
বাংলা একাডেমির সভাপতি নিয়োগ পেয়েছেন বুদ্ধিজীবী, প্রথিতযশা প্রাবন্ধিক ও বরেণ্য গবেষক আবুল কাসেম ফজলুল হক।
‘বাংলা একাডেমি আইন, ২০১৩’ এর ধারা ৬(১), ধারা ৬(২) ও ধারা ৬(৩) অনুযায়ী এ নিয়োগ দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিন বছরের জন্য তিনি এ নিয়োগ পেয়েছেন।
কার্যভার গ্রহণের তারিখ থেকে তার এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সভাপতির দায়িত্ব এবং অন্যান্য কার্যাবলী ‘বাংলা একাডেমি আইন, ২০১৩’ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে।
বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন সম্প্রতি পদত্যাগ করেছেন।
আজকালের খবর/বিএস