প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৪:১৯ PM
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাস বলেছেন, গাজা ছাড়ার প্রশ্নে ফিলিস্তিনিরা কখনও পিছপা হবে না, ঠিক তেমনিভাবে পশ্চিম তীর থেকেও তারা চলে যাবে না। গতকাল বৃহস্পতিবার ব্রিকস শীর্ষ সম্মেলনের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
আব্বাস বলেন, নেতানিয়াহু প্রচেষ্টা চালাচ্ছেন- ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমি থেকে তাড়িয়ে দেওয়া হোক, কিন্তু, আমরা কখনও এটি করতে দেব না। তবে ফিলিস্তিনিরা গাজা ও পশ্চিম তীর ছাড়বে না।
তিনি বলেন, মিশর ও জর্ডান এই নীতির বিরুদ্ধে এবং গাজা একটি একক ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। আমরা গাজা যুদ্ধ শেষে এক সঙ্গে কাজ করব, যাতে আমরা একক ফিলিস্তিনি রাষ্ট্রে বাস করতে পারি।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট বলেন, আমরা শুধু একটি যুদ্ধবিরতি চাই। ফিলিস্তিন রাশিয়ার শক্তিশালী অবস্থানে খুশি, যা ফিলিস্তিনি ইস্যু এবং আমাদের জনগণের সার্বভৌম অধিকারকে সমর্থন করে।
আজকালের খবর/ওআর