প্রকাশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৭:১৯ PM আপডেট: ১৩.১০.২০২৪ ৮:১৭ PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিতর্কিত ভূমিকা রাখা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। আজ রবিবার দুপুরে রংপুরের পীরগঞ্জে শহিদ আবু সাঈদের কবর জেয়ারত ও তার পরিবারের সঙ্গে কুশল বিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ড. মো. মোখলেস উর রহমান বলেন, ১৪ জন সচিবসহ বিতর্কিত কর্মকর্তাদের বদলিসহ ওএসডি করা হয়েছে। আবু সাঈদ হত্যা মামলায় কেউ ছাড় পাবে না।
জুলাই-আগস্ট বিপ্লবে আহত-নিহতদের বিষয়ে দেশীয় তদন্ত দলের সঙ্গে জাতিসংঘের একটি দল কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আখতারুজ্জামান, রংপুর বিভাগীয় কমিশনার আজমল হোসেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালসহ প্রশাসনের কর্মকর্তারা।
আজকালের খবর/ওআর