বুধবার ২৩ এপ্রিল ২০২৫
এনিগমার পূজা স্পেশালে সমরজিৎ রায়-ছন্দার গান
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৭:৫৪ PM
রাত পোহালেই দশমী। এদিন মাকে ঘটনা করে বিদায় বলবেন সনাতনী ধর্মানুসারীরা। আর এদিন (রবিবার) কাকতলীয়ভাবে এনিগমা টিভির নিয়মিত সাপ্তাহিক ‘আজ গানের দিন’ লাইভ আয়োজন। প্রতিবার বিশেষ একজনকে নিয়ে অনুষ্ঠানটি আয়োজন হলেও এবার একটু ভিন্নতা এনেছেন কর্তৃপক্ষ। এবার সংগীতজ্ঞ সমরজিৎ রায় ও ছন্দা চক্রবর্তীকে নিয়ে থাকছে এই আয়োজন। আর এতে করে অনুষ্ঠানটি ‘স্পেশাল’ তকমাও পেয়েছে।

অনুষ্ঠান সূত্রে জানা গেছে, ‘আজ গানের দিন’ অনুষ্ঠানের সিজন-৩ এটি হতে যাচ্ছে নয় নম্বর এপিসোড। 

বাংলাদেশের সঙ্গীত জগতে জনপ্রিয় নাম সমরজিৎ রায়। সঙ্গীতের জন্য নিবেদিত প্রাণ সমরজিৎ রায়ের সঙ্গীতের প্রথম গুরু চট্টগ্রাম আর্য্য সঙ্গীতের উপাধ্যক্ষ পন্ডিত নির্মলেন্দু চৌধুরী। এরপর সঙ্গীত শিক্ষা লাভ করেন ভারতের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ পদ্মশ্রী পন্ডিত মধুপ মুদ্গল এবং পদ্মভূষণ পন্ডিত অজয় চক্রবর্তী সহ আরো অনেক গুণীদের কাছে। 

ভারত সরকারের বৃত্তি নিয়ে দিল্লীর গান্ধর্ব মহাবিদ্যালয়ে পড়াশুনা করে সঙ্গীতের উপর উচ্চতর ডিগ্রী লাভ করেন সমরজিৎ রায়। ভারতের চন্ডীগড়ের প্রাচীন কলাকেন্দ্র থেকেও তবলা এবং উচ্চাঙ্গ সঙ্গীতের উপর উচ্চতর ডিগ্রী অর্জন করেন।

সারা ভারতের গান্ধর্ব মহাবিদ্যালয়ের সঙ্গীত বিশারদের চূড়ান্ত পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন এই শিল্পী। অর্জন করেছেন বেশ কিছু সম্মানজনক পুরস্কার। বাংলাদেশের সেরা শিল্পী হিসেবে “লাক্স আরটিভি স্টার এ্যাওয়ার্ড ২০১৫” এর সম্মান অর্জন করেন তিনি।

দীর্ঘ ১২ বছর ধরে দিল্লীর গান্ধর্ব মহাবিদ্যালয়ে উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন সমরজিৎ রায়। বাংলাদেশ বেতার, টেলিভিশন ও শিল্পকলা একাডেমীর তালিকাভুক্ত একজন নিয়মিত শিল্পী তিনি। বাংলাদেশ ও ভারতের সিনেমার গানে প্লেব্যাকও করছেন এই গুণী। তার কথা, সুর ও সঙ্গীত পরিচালনায় কিংবদন্তী শিল্পী হৈমন্তী শুক্লার সঙ্গে গাওয়া ‘তুমি ভোরের পাখির মতো’ ভীষণ শ্রোতাপ্রিয় হয়।

এছাড়া সমরজিৎ রায়ের সুর ও সঙ্গীতে রেকর্ডকৃত উপমহাদেশের কিংবদন্তি শিল্পী অনুপ জলোটার কণ্ঠে বেশ কিছু বাংলা গান, প্রখ্যাত শিল্পী ইন্দ্রাণী সেনের সঙ্গে দ্বৈত গান “মা যেন ঐ ডাকছে আমায়” এবং সম্প্রতি তার সুরে প্রকাশিত প্রখ্যাত সঙ্গীতশিল্পী শুভমিতার সঙ্গে দ্বৈত গান “তোমার জন্য রোদ্দুর” শ্রোতাদের ভালোবাসা অর্জন করেছে। শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমাতে সঙ্গীতশিল্পী ন্যান্সির সঙ্গে প্লেব্যাক করেছেন তিনি।

অন্যদিকে গাইবান্ধার সঙ্গীতশিল্পী ছন্দা চক্রবর্ত্তী। সঙ্গীত শেখায় গুরু হিসেবে পেয়েছেন নিবেদিতা মন্ডল, রতন অধিকারী, আনন্দ চক্রবর্তী, সঙ্গীতজ্ঞ সুধীন দাশ এবং অনিল সাহাকে।   
ছন্দার ঝুলিতে রয়েছে বেশ কিছু অর্জন। নয়টি জাতীয় পুরস্কার অর্জন করেছেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য হল নতুন কুড়ি, অগ্নিবীনা এবং ২০১৮ সালে চ্যানেল আই এ্যাওয়ার্ড। এছাড়াও ২০০৬ সালে নজরুল একাডেমী থেকে ‘নবীন ও প্রতিশ্রুতিশীল শিল্পী সম্মাননা’, ২০০৯-এ ‘জাতীয় নজরুল সমাজ পদক’ এবং ২০১২ তে ‘ছায়ানির গুণী শিল্পী সম্মাননা’-র গর্বিত প্রাপক এই গুণী শিল্পী। 

তার প্রকাশিত এ্যালবাম ‘দেশ ও মানুষের গান’, ‘প্রথম মনের মুকুল’, ‘যাহা কিছু মমো’ উল্লেখযোগ্য। এছাড়া কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে ২০১৮ সালে ‘মোরা ছিনু একেলা’ দেশ বরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দীর সাথে জি সিরিজ থেকে প্রকাশিত হয়। পরবর্তীতে ভারত থেকে প্রকাশ পায় ‘স্মৃতির বাগিচায়’, ‘একুশ থেকে বিজয়’ এবং ‘ভীরু এ মনের কলি’ জনপ্রিয়তা পায়।

প্রাণিবিদ্যায় উচ্চতর পড়াশোনা সমাপ্ত করা ছন্দা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে এম ফিল ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ঢাকার সরকারি সঙ্গীত কলেজে নজরুল বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে, নজরুল ইনস্টিটিউটের প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন।

এনিগমা টিভির নিয়মিত গানের আয়োজন ‘আজ গানের দিন’ এর সিজন-৩-এ দেখা যাবে এই দুই প্রতিভাবান শিল্পীকে সরাসরি গাইতে রবিবার রাত ৮টায়। ইউসুফ আহমেদ খানের উপস্থাপনায় সরাসরি দেখা যাবে এই আয়োজন। অনুষ্ঠানে গান ও বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে দেখা যাবে। 

এ ব্যাপারে এনিগমা টিভি’র ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ বলেন, আমরা প্রত্যেক শিল্পীর নিজস্বতা তুলে ধরতে চাই। ১ম ও ২য় সিজনের দর্শক-শ্রোতাপ্রিয়তার কারণে ৩য় সিজনকে একুট ভিন্নতা দেওয়া হয়েছে। এই সিজনে থাকছে ৩৬টি পর্ব। আগামী বছরের ১৩ এপ্রিল এই সিজনের শেষ পর্ব দেখানো হবে।

এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড নির্মিত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে এনিগমা টিভি’র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।








সর্বশেষ সংবাদ
বাগেরহাটে হোটেল থেকে বিএনপির ১৮ নেতাকর্মী গ্রেপ্তার, ৬ হাতবোমা উদ্ধার
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকেড
দুর্নীতির তথ্য চাওয়ায় সাংবাদিককে সাজা দিলেন ইউএনও
কুয়েটে এবার রোকেয়া হলের তালা ভেঙে ছাত্রীদের প্রবেশ
ড. আমিনুলের যোগদানে অসম্মতি প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মায়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের পাশে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ
দুর্নীতির তথ্য চাওয়ায় সাংবাদিককে সাজা দিলেন ইউএনও
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি
শেখ হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়
একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft