প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৩:৩০ PM
পূর্বধলা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে পূর্বধলা উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন এবং দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য সহায়তা কার্যক্রমে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।
আজ শনিবার সকালে উপজেলার জারিয়া ইউনিয়নের জামিয়া ইসলামিয়া জারিয়া নাটেরকোনা মাদরাসায় এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিউজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন- পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, জারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, জারিয়া ইউনিয়ন পরিষদ সচিব মোজাম্মেল হক শিকদার ও ইউপি সদস্যরা।
এ সময় বন্যা কবলিত ১০০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ১ লিটার ভোজ্য তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ এবং মশলা বিতরণ করা হয়।
আজকালের খবর/ওআর