বুধবার ১৫ জানুয়ারি ২০২৫
প্রবাসে বাঙ্গালীর একরাশ আনন্দ
কোলনে ভারত সমিতির ৩৩ বছরের পুজো
ঐশ্বর্যা পাল বাগ, ফ্রাঙ্কফুর্ট
প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ১১:০০ PM আপডেট: ১১.১০.২০২৪ ১১:২৫ PM
সাল ১৯৯০। শরৎকাল। তবে সেটি পশ্চিমবঙ্গের শরৎকাল নয়, সেটি পশ্চিমবঙ্গ থেকে প্রায় আট হাজার কিলোমিটার দূরে জার্মানির অন্যতম শহর ফ্রাঙ্কফুর্ট। বিশ্বের প্রাচীনতম শহর ফ্রাঙ্কফুর্টে দুর্গাপুজো দেখে বাড়ি ফিরছিলেন কোলন শহরে বাসিন্দা দুই বাঙ্গালী তরুণ। আর বিদেশে বাঙ্গালী মানেই তো এক হয়ে সার্বজনীন উৎসব পালন করা। যে চিন্তা, সেই কাজ। ১২ জন নিয়ে গঠিত হয় ভারত সমিতি। আর পিছনে ফির তাকাতে হয়নি ভারত মাতার নামে গঠিত এই সমিতিকে। বছর যায়, প্রতি বছর দুর্গাপুজোর আয়োজনের কলেবর বাড়তে থাকে। 



সেই ১২ জনের সমিতি এখন ৭০ জনের পরিবার। মা দুর্গাকে বরণ করে নিতে গত কয়েকদিন ধরেই চলছিল নানা প্রস্তুতি। কেই ঠাকুর আনার কাজ করছে। কেই আবার মা দুর্গাকে প্রতিস্থাপনের সার্বিক কাজ করছেন দিনে রাতে। আর বাঙ্গালী মানেই তো পূজোতে সাংস্কৃতি অনুষ্ঠান থাকতে হবে। তারও আয়োজন করা হয়। শিশু কিশোরদের জন্য আছে নানা আয়োজন। 




সেই দীর্ঘযাত্রাপথ সেরে আজ কোলনের মাটিতে এ বছর  উদযাপিত হচ্ছে ভারত সমিতির ৩৩ বছরের পুজো। প্রত্যেক বছরের মতোই এবছরেও নিয়ম নীতি মেনে চারদিন পুজো করার প্রস্তুতি শেষে শুরু হলো পুজো। 

তবে,  এই বছর টা  কোলনের বাঙ্গালীদের কাছে খানিকটা মন খারাপের। কারণ,  কলকাতায় ঘটে যাওয়া যে মর্মান্তিক ঘটনা, তা প্রায় সাড়ে সাত হাজার মাইল দূরে থাকা পশ্চিম জার্মানির বুকে দাঁড়িয়ে থাকা কোলনের বাঙ্গালীদের মনকেও তাই খারাপ করে তুলেছে। কিন্তু এই মন খারাপ পরিস্থিতিতে আমাদের আগামী দিনে সুবিচারের জন্য মায়ের কাছে আবেদন জানাতেই হবে। 



এই পুজো ই একমাত্র কোলন শহরের একমাত্র তথা জার্মানি অন্যতম বড় পুজো। যা দেখতে আশে পাশের প্রতিবেশী দেশ যেমন - লুক্সেমবার্গ,  ফ্রান্স,  ইতালি এবং অন্যান্য শহর থেকে ও যেমন- বন,  ফ্রাঙ্কফুর্ট,  ডুসেলডর্ফ থেকে ও লোক আসেন। এ বছর ও কলকাতা থেকে আনা নতুন প্রতিমায় পুজিত হবে মা।  পুজোর বিশাল কর্মযজ্ঞকে সাতটি ভাগে ভাগ করা হয়েছে। রান্না বান্নার প্রস্তুতি, প্রসাদ বিতরন,সাংস্কৃতিক অনুষ্ঠান,পরিশেষে অনুষ্ঠানগৃহ শৃঙ্খলা ও পরিচালনা। 



জুলাই মাস থেকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া। ষষ্ঠীতে হয়েছে আগমনী গানের আসর, সপ্তমীতে সত্যজিৎ রায়ের বিভিন্ন চলচ্চিত্রের গান নিয়ে কোলাজ। আর পুজোর অবিচ্ছেদ্য অংশ খাওয়া দাওয়া। এই বছর থাকছে বিভিন্ন বাঙ্গালী খাবারের সমাহার বাসন্তী পোলাও থেকে ইঁচোড়ের ডালনা, লুচি থেকে কুমড়োর ছক্কা সবকিছুই। 

পুজো আসার আগে এই ব্যস্ততা, উদ্দীপনা ও আনন্দ এই আবেশটা উপভোগ করার মতো। এইকয়েকটা দিন দিয়ে যায় প্রবাসের ব্যস্ত জীবন থেকে একরাশ আনন্দ, মুক্ত বাতাস, বেঁচে থাকার শক্তি। একইসঙ্গ নিজের শিকড়কে আকরে ধরে বাঙ্গালীয়ানাকে যুগযুগ ধরে একইরকমভাবে না ভোলার ইচ্ছে। তবে এ পুজো হোক অসুর নিধনের ও আবেদনের পুজো। বিশ্বে আজ নানা ধরনের অশান্তি। মানুষের মনে অশান্তি। মা এবার সবার মনকে এবং বিশ্বকে শান্তি দিয়ে যাবে এটাই মায়ের কাছে আবেদন। 

আজকালের খবর/আরই 








সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধের সেই আইকনিক ছবি সরানো নিয়ে যা বললেন ভারতীয় সেনাপ্রধান
ভ্যাটের কারণে বাড়লো এলপি গ্যাসের দাম
৩৬৬ জনের ব্যাংক হিসাবে ১৫ হাজার কোটি টাকা জব্দ
পদত্যাগপত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিক
কাঁদলেন বাবরের স্ত্রী, সমর্থকদের উচ্ছ্বাস
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চাপের মুখেও চাঁপাইনবাবগঞ্জে রাতের ভোট ঠেকিয়েছিলেন ডিসি
জুলাই ঘোষণাপত্র নিয়ে বৈঠক বৃহস্পতিবার
আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে শীত
ইউপি কার্যালয়ের তালা ভেঙে চেয়ারম্যানকে বসালেন চেয়ারে
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর, মুক্তিতে বাধা নেই
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft