শাল্লায় শিশির মনিরের পূজামণ্ডপ পরিদর্শন
আমির মাহবুব শাল্লা(সুনামগঞ্জ)
প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ১১:০১ পিএম
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী (অ্যাডভোকেট) শিশির মনির শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

মহাষ্টমীর দিন শুক্রবার (১১অক্টোবর) বিকেল পৌনে ৪টায় উপজেলার হবিবপুর ইউপির নিয়ামতপুর সর্বজনীন পূজা পরিদর্শন করেন তিনি। পরে বিকেল পৌনে ৫টায় তিনি আনন্দপুর বাজার সর্বজনীন পূজা মণ্ডপ, পৌনে ৬টায় হবিবপুর ভাটিহাটি সর্বজনীন পূজা মণ্ডপ ও সন্ধ্যায় একই ইউনিয়নের পঞ্চগ্রাম সর্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন সুপ্রিম কোর্টের আলোচিত এই আইনজীবী। 

এসময় তিনি বলেন আমি এই হাওরপাড়ের সন্তান। এই এলাকায় আমার বাল্যকাল কেটেছে। আমি দেখেছি শাল্লা উপজেলা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির পটভূমি। শারদীয় দুর্গোৎসব বাঙালি জাতির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আবহমানকাল ধরে এই বাংলায় পালিত হয়ে আসছে এই পূজা। এই দুর্গোৎসব হাজারো বছরের ঐতিহ্য। এনিয়ে আমাদের মাঝে কোনও ভেদাভেদ নেই। আমরা একই রক্তের তৈরি মানুষ। আমাদের মাঝে যেনো সাম্প্রদায়িকতা তৈরি না হয়। 

শারদীয় দুর্গোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আপনারা উদযাপন করুন- আমরা পাশে আছি। প্রাকৃতিক সৌন্দর্যে পরিবেষ্টিত আমার জন্মভূমি যেনো চিরকাল অসাম্প্রদায়িক থাকে। এসময় বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি/সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপূর্বে দিরাই উপজেলার লৌলুয়ারচর গ্রামের সর্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শিশির মনির।  ১২ অক্টোবর মহানবমীতেও তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন বলে জানা গেছে।

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
দাম কমল ডিজেল-কেরোসিনের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
শহীদ রুবেলের নবজাতক শিশু পুত্রকে দেখতে গেলেন ইউএনও
দুই সচিব ওএসডি
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
ইসকনের ২০২ অ্যাকাউন্টে ২৩৬ কোটি টাকা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft