প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ১১:৩০ পিএম

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও পরের ম্যাচে ইংল্যন্ডের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ বাঁচা-মরার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। কেননা সেমিতে যেতে হলে এই ম্যাচ জয়ের বিকল্প নেই টাইগ্রেসদের। এমন ম্যাচে আগে ব্যাট করতে নেমে উইন্ডিজের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে হারিয়ে ১০৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে ৪৩ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় তুলে নেয় ক্যারিবীয় মেয়েরা।
বাংলাদেশের দেওয়া ১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উইন্ডিজদের দারুণ শুরু এনে দেন হেইলি ম্যাথিউজ ও স্টেফানি টেইলর। উদ্বোধনী জুটিতে ৫২ রান যোগ করেন তারা। দলীয় অর্ধশতক পূরণের পরই আউট হন ম্যাথিউজ। ব্যক্তিগত ৩৪ রানে মারুফার বলে বোল্ড হন তিনি।
ব্যক্তিগত ২৭ রানে রিটায়ার্ড হার্ট হন টেইলর। নাহিদা আক্তারের বলে পরাস্ত হয়ে ২১ রানে আউট হন শিমেইন ক্যাম্পবেল। বাকি সময়ে ৭ বলে ১৯ রানের ক্যামিও খেলে ৮ উইকেটের জয়ে তুলে মাঠ ছাড়েন ডায়ান্দ্রা ডটিন।
শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ৩৩ রানে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। সাথী রানী ১২ বলে ৯ ও দিলারা আক্তার ১৮ বলে ১৯ রান করে আউট হন। এরপর সুবহানা মোস্তারি ও জ্যোতি মিলে রানের চাকা সচল রাখেন। ৪০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এরপর ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনে ২৩ রানের মধ্যে আরও ৪ উইকেট হারায় টাইগ্রেসরা।
মোস্তারি ২২ বলে ১৬, তাজ নেহার ৫ বলে ১, রিতু মনি ১৩ বলে ১০ ও স্বর্না আক্তার রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। তবে একপ্রান্ত আগলে ব্যাট করতে থাকেন জ্যোতি। শেষ ওভারে আউট হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন জ্যোতি। ঋতু মনি করেন ১০ রান। আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। উইন্ডিজের হয়ে কারিশমা রামহরক চারটি, আফি ফ্লেচার দুটি ও হেইলি ম্যাথিউজ একটি করে উইকেট নেন।
আজকালের খবর/বিএস