মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪
বিপিএলের ড্রাফটে দেশের ১৮৮ ক্রিকেটার, কার দাম কত?
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৭:৪৩ PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরকে সামনে রেখে নিলামে সব মিলিয়ে ১৮৮ জন দেশি ক্রিকেটারের নাম জানা গেছে। আগামী ১৪ অক্টোবর ঢাকার এক অভিজাত হোটেলে করা নিলামে জানা যাবে কোন ক্রিকেটার কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন।

ক্রিকেটারদের ৬ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

এর মধ্যে ‘এ’ ক্যাটাগরি ক্রিকেটারদের প্রতি ৭ ফ্র্যাঞ্চাইজির নজর রয়েছে। দেশের তারকা ক্রিকেটাররাই আছেন এই ক্যাটাগরিতে। এই তালিকায় আছেন লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়।

তালিকাটি থেকে চাইলে খেলোয়াড়দের রিটেনশন করতে পারবে ফ্র্যঞ্চাইজিগুলো।

শোনা যাচ্ছে, অনেককে নাকি করেছেও দলগুলো। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। সেটা আগামীকাল জানা যাবে। কারণ, তিনজনের ‘রিটেনশন/ডিরেক্ট সাইনিং’ তালিকা বিসিবিতে জমা দেওয়ার শেষ তারিখ আগামীকাল।

‘এ’ ক্যাটাগরির তালিকার ভিত্তিমূল্য ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকা। ৪০ লাখ টাকার ভিত্তিমূল্যের ‘বি’ ক্যাটাগরিতেও ১২ জন ক্রিকেটার আছেন। এই ক্যাটাগরির উল্লেখযোগ্য ক্রিকেটার হচ্ছেন তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, মাশরাফি বিন মর্তুজা। অন্যদিকে ‘সি’ ক্যাটাগরির ২২ ক্রিকেটারের তালিকায় আছেন ইমরুল কায়েস, নাহিদ রানা, সৌম্য সরকার, মাহমুদুল হাসান জয় ও মমিনুল হকরা। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২৫ লাখ টাকা।

‘ডি’ ক্যাটাগরিতে আছে ২৮ ক্রিকেটার। ২০ লাখ টাকার ভিত্তিমূল্যের ক্যাটাগরির তালিকায় আছেন- আকবর হোসেন, জিসান আলম, রিপন মণ্ডল, রুবেল  হোসেনরা। ‘ই’ ক্যাটাগরির ৫১ ক্রিকেটারের বিপরীতে বাকি ৬৩ ক্রিকেটার আছে ‘এফ’ ক্যাটাগরিতে। ‘ই’ শ্রেণির ১৫ লাখ টাকার বিপরীতে ‘এফ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১০ লাখ টাকা। 

অর্থাৎ আগের মৌসুম থেকে এবার পারিশ্রমিক কিছুটা কমেছে। গতবার ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৮০ লাখ, ‘বি’ ৫০ লাখ, ‘সি’ ৩০ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫, ‘এফ’ ১০ ও জি ক্যাটাগরির খেলোয়াড়রা ৫ লাখ টাকা করে পেয়েছেন। আগামী ২৭ ডিসেম্বর এবার বিপিএল শুরু হওয়ার কথা রয়েছে।

আজকালের খবর/ওআর








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
আফগানদের কাছে সিরিজ হারল বাংলাদেশ
যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ গ্রেপ্তার
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৯৪
আখতার হোসেনকে উপদেষ্টা করতে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম
মন্ত্রণালয়ে বৈঠকের পর গাজীপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপদেষ্টা পরিষদে ‘ফ্যাসিবাদের দোসর’, বিক্ষোভোর ডাক ছাত্র আন্দোলনের
জবি শিক্ষার্থীদের দাবি পূরণের প্রতিশ্রুতি দিলেন নাহিদ
জুলাই-আগস্টের অভ্যুত্থানে প্রবাসীরা বড় ভূমিকা রেখেছেন: প্রধান উপদেষ্টা
জবি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সচিবালয়ের সামনে উপদেষ্টা নাহিদ
পুতিনকে ফোন, ইউক্রেন যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft