প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৪:১৮ PM
টেনিস থেকে অবসর ঘোষণা দিলেন রাফায়েল নাদাল। স্প্যানিশ এই টেনিস তারকা অবশেষে বিদায়ের সিদ্ধান্ত নিলেন। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরেই ছিলেন। অবশেষে বিদায় নিলেন।
চলতি মৌসুম শেষেই টেনিস থেকে বিদায় নেবেন ৩৫ বছর বয়সি এই তারকা। তিনি ক্যারিয়ে ২২টি গ্র্যান্ডস্লাম শিরোপা জিতেন। এক ভিডিও বার্তায় রাফায়েল নাদাল জানিয়েছেন, এবার সময় এসেছে টেনিস কোর্ট থেকে বিদায় নেওয়ার। শারীরিক কারণেই সরে দাঁড়াতে হচ্ছে।
চলতি বছরের নভেম্বরে ডেভিস কাপে শেষবারের জন্য খেলবেন নাদাল। এরপরই তিনি টেনিসকে বিদায় জানাবেন। তিনি রেকর্ড ১৪বার ফরাসি ওপেন জিতেছেন। ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন এবং ফরাসি ওপেন জিতেছিলেন, কিন্তু এরপর চোটের কারণে সেভাবে কামব্যাক করতে পারেননি।
কয়েকদিন আগে রজার ফেডেরার জানিয়েছিলেন, তিনি রাফায়েল নাদালকে আবারও কোর্টে দেখতে মুখিয়ে রয়েছেন। কিন্তু আশঙ্কাটা ছিলই, যে আদৌ তাকে দেখা যাবে কিনা।
সেই আশঙ্কাই সত্যি হল, টেনিস থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন রাফায়েল নাদাল। এক যুগ টেনিস খেলে ইতি টানলেন নাদাল।
আজকালের খবর/ওআর