মঙ্গলবার ৫ নভেম্বর ২০২৪
১০ দিনে ভারতে গেল ৪৫৯ টন ইলিশ
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৪:৫৫ PM
১০ দিনে ১৫০ ট্রাকে ৪৫৯ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির।

জানা যায়, ২ হাজার ৪২০ টন ইলিশের মধ্যে বেনাপোল দিয়ে গত ২৬ সেপ্টেম্বর ২০টি ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, শনিবার (২৮ সেপ্টেম্বর) ১৫টি ট্রাকে ৪৫ টন ২০০ কেজি, রবিবার (২৯ সেপ্টেম্বর) ৬টি ট্রাকে ১৯ টন, সোমবার (৩০ সেপ্টেম্বর) ৩০টি ট্রাকে ৮৯ টন, মঙ্গলবার (১ অক্টোবর) ২৩টি ট্রাকে ৬৯ টন ৬৪০ কেজি, বৃহস্পতিবার ৩০টি ট্রাকে ৯২ টন, শনিবার ১৩টি ট্রাকে ৪২ টন, সোমবার ৮টি ট্রাকে ২৩ টন ৬০০ কেজি, সব শেষে মঙ্গলবার (৮ অক্টোবর) ৮টি ট্রাকে ২৪ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।

স্থলবন্দর সূত্র বলছে, প্রতিকেজি ইলিশ রপ্তানি হয়েছে ১০ মার্কিন ডলারে। যা বাংলাদেশি প্রায় ১ হাজার ১৮০ টাকা। পূজার ছুটিতে বেনাপোল পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও ইলিশ রপ্তানি অব্যাহত থাকবে। আগামী ১২ অক্টোবরের মধ্যে সরকার অনুমোদিত ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানি করা হবে।

যদিও আগামী ৪ দিনের মধ্যে বাকি ১ হাজার ৯৬১ টন ইলিশ রপ্তানি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, এই অল্প সময়ের মধ্যে ১ হাজার ৯৬১ টন ইলিশ কোনোভাবেই রপ্তানি করা সম্ভব না। তাই তারা রপ্তানির সময় আরও বৃদ্ধির আবেদন জানিয়েছেন।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির বলেন, ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ১৫০ ট্রাকে ৪৫৯ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। তার মানে ১০ দিনে রপ্তানি হয়েছে ৪৫৯ টন। ১২ অক্টোবরের মধ্যে রপ্তানি কার্যক্রম শেষ করতে হবে।

আজকালের খবর/ওআর








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
ইসিকে জরুরি ৯ নির্দেশনা দিল জনপ্রশাসন মন্ত্রণালয়
নীতি ও আদর্শের পরিবর্তনের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব
এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ বিকেলে
কেন ভালোবাসার মানুষকেই বিয়ে করবেন?
ভোটারদের মিলিয়ন ডলার দিতে বাধা নেই মাস্কের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আন্দোলনের ধূম্রজালে ইবির ক্লাস রুম,অনশনে শিক্ষার্থীরা
‘মাইনাস-টু’ নিয়ে রাজনীতিতে হঠাৎ আবার আলোচনা কেন?
বিএনপির সঙ্গে ঐক্য করতে রাজি আওয়ামী লীগ: হাছান মাহমুদ
হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে প্রশ্ন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর
১০ জেলা ও মহানগরে বিএনপির কমিটি ঘোষণা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft