মঙ্গলবার ৫ নভেম্বর ২০২৪
শুটিং সেটে মৃত্যু, মুক্তির অপেক্ষায় সেই সিনেমা
আনন্দমেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৭:৫৬ PM
২০২১ সালে ‘রাস্ট’ নির্মাণের সময় সেটে সিনেমাটোগ্রাফার হ্যালিনা হাচিন্সের মৃত্যু ঘটে। এ ঘটনায় হতবাক হয়ে যান শুটিং সেটে উপস্থিত সবাই!

‘রাস্ট’এর শুটিং চলাকালে প্রপস পিস্তল থেকে গুলি করেন অভিনেতা অ্যালেক বল্ডউইন। সাধারণত নকল গুলি থাকলেও সেদিন ছিল আসল অস্ত্র। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হ্যালিনার মৃত্যুর পাশাপাশি আহত হন সিনেমার পরিচালক জোয়েল সুজা।

শুটিং সেটে ভয়াবহ মৃত্যুকাণ্ড ঘটে যাওয়া এ সিনেমা অবশেষে মুক্তির অপেক্ষায়। আগামী মাসেই সিনেমাটির প্রিমিয়ার হতে যাচ্ছে বলে জানা যায়।

এদিকে বল্ডউইন সব সময় দাবি করে আসছেন, পিস্তলটি যে আসল তা তিনি ঘুণাক্ষরেও জানতেন না। 

ভয়ানক এ নাটকীয়তার মধ্য দিয়েও শেষ হয়েছে রাস্টের কাজ। পোল্যান্ডের তুরুতে এনারগা ক্যামেরিমেজ ইন্টারন্যাশনাল সিনেমাটোগ্রাফি ফিল্ম ফেস্টিভালে হবে রাস্টের প্রদর্শনী।

জানা গেছে, প্রদর্শনে একটি বিশেষজ্ঞ দল থাকবে। এর মধ্যে পরিচালক জোয়েল সুজার পাশাপাশি এ প্যানেলে বিয়ানকা ক্লাইন ও স্টিফেন লাইটহিলও থাকবেন। সেখানে তারা চলচ্চিত্র সম্পর্কিত বিষয়াবলি নিয়ে আলোচনা করবেন। সেই সঙ্গে নারীর জন্য সিনেমাটোগ্রাফিতে নিরাপত্তার বিষয় নিয়েও আলোচনা থাকবে। ক্যামেরিমেজের ঘোষণায় বলা হয়েছে, ‘রাস্ট হলো ১৩ বছর বয়সী এক বালক ও তার ছোট ভাইকে নিয়ে গল্প। ১৮৮০-এর দশকে পিতামাতার মৃত্যুর পর তারা পিতামহের কাছে চলে যায়। সেই পিতামহ আবার ফাঁসির দণ্ডে দণ্ডপ্রাপ্ত। হাচিন্সের চিন্তাভাবনাকে অক্ষুণ্ন রাখতে ক্রুদের পরিশ্রম করতে হয়েছে। সে ক্ষেত্রে ভূমিকা রেখেছে ক্লাইন।’

উল্লেখ্য, এর আগে ২০২০ সালে নির্মিত আর্চ এনিমি ও ব্লাইন্ডফায়ার এবং ২০১৯ সালে নির্মিত ডারলিনের জন্য গুলিতে নিহত সিনেমাটোগ্রাফার হ্যালিনা হাচিন্সকে বিশেষভাবে স্মরণ করা হয়। তাকে মরণোত্তর সম্মাননা হিসেবে আমেরিকা সোসাইটি অব সিনেমাটোগ্রাফারস সংগঠনের সদস্য করা হয়। এছাড়াও হ্যালিনা হাচিন্স স্মৃতি বৃত্তি তহবিল গঠন করে এএফআই।

আজকালের খবর/আতে








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
বাড়তি দামে কয়লা কেনায় ৯১৬ কোটি ৪৪ লাখ টাকা গচ্চার শঙ্কা
যুক্তরাষ্ট্রের ডিক্সভিল শহরে মধ্যরাতে ভোট, সমানে সমান ট্রাম্প-কমলা
ইসিকে জরুরি ৯ নির্দেশনা দিল জনপ্রশাসন মন্ত্রণালয়
নীতি ও আদর্শের পরিবর্তনের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব
এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ বিকেলে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আন্দোলনের ধূম্রজালে ইবির ক্লাস রুম,অনশনে শিক্ষার্থীরা
‘মাইনাস-টু’ নিয়ে রাজনীতিতে হঠাৎ আবার আলোচনা কেন?
বিএনপির সঙ্গে ঐক্য করতে রাজি আওয়ামী লীগ: হাছান মাহমুদ
হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে প্রশ্ন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর
১০ জেলা ও মহানগরে বিএনপির কমিটি ঘোষণা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft