প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৬:৩০ PM আপডেট: ০৮.১০.২০২৪ ৬:৩৯ PM
রাজবাড়ীর গোয়ালন্দে একটি চোরাই অটো রিক্সাসহ উজ্জ্বল হাওলাদার ও ফেলা খাঁ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম।
গ্রেপ্তারকৃত আসামি- মো. উজ্জ্বল হাওলাদার (৩৮) উপজেলার উজানচর ইউনিয়নের দুদু খান পাড়া গ্রামের মৃত শাজাহান হাওলাদারের ছেলে। একই ইউনিয়নের ভুলাই মাতাব্বর পাড়া গ্রামের মৃত দুলাল খাঁর ছেলে ফেলা খাঁ (২৬)।
এজাহার সূত্রে জনা গেছে, সোমবার দিবাগত রাতে গোয়ালন্দঘাট থানার এসআই মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালীন ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাহাদুরপুর এলাকার বদিউজ্জামান পাড়া গফুর মন্ডল এর বাড়ি সংলগ্ন পাঁকা রাস্তার উপর কতিপয় লোকজন অজ্ঞাত স্থান থেকে চুরি করিয়া একটি ব্যাটারি চালিত পুরাতন অটোরিক্সা চালাইয়া নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে বিষয়টি অফিসার ইনচার্জকে জানিয়ে তাহার নির্দেশক্রমে আমি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছাইয়া দেখি ৩জন ব্যক্তি একটি রিক্সা নিয়া চালাইয়া যাইতেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর্ণিত ব্যক্তিগন দৌঁড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ২জন ব্যক্তিকে আটক করা হয় এবং অপর এক জন পালিয়ে যায়।
এ সময় তাদের কাছ থেকে একটি ব্যাটারি চালিত তিন চাকা বিশিষ্ট পুরাতন অটো রিক্সা, যাহার মূল্য অনুমান পঞ্চান্ন হাজার টাকা, একটি লোহার তৈরি প্লাষ্টিকের হাতল যুক্ত কাটার, যাহার গায়ে ইংরেজিতে ১৮ ইঞ্চি ও ৪৫০ লেখা আছে, একটি ১০ ইঞ্চি লম্বা সিলাই রেন্স, একটি ৮ ইঞ্চি লম্বা প্লাস, একটি ১০ ইঞ্চি লম্বা স্ক্রু ড্রাইভার উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
আজকালের খবর/বিএস