মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪
গোয়ালন্দে চোরাই অটোরিক্সাসহ গ্রেপ্তার ২
গোয়ালন্দ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৬:৩০ PM আপডেট: ০৮.১০.২০২৪ ৬:৩৯ PM
রাজবাড়ীর গোয়ালন্দে একটি চোরাই অটো রিক্সাসহ উজ্জ্বল হাওলাদার ও ফেলা খাঁ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম।

গ্রেপ্তারকৃত আসামি- মো. উজ্জ্বল হাওলাদার (৩৮) উপজেলার উজানচর ইউনিয়নের দুদু খান পাড়া গ্রামের মৃত শাজাহান হাওলাদারের ছেলে। একই ইউনিয়নের ভুলাই মাতাব্বর পাড়া গ্রামের মৃত দুলাল খাঁর ছেলে ফেলা খাঁ (২৬)।

এজাহার সূত্রে জনা গেছে, সোমবার দিবাগত রাতে গোয়ালন্দঘাট থানার এসআই মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালীন ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাহাদুরপুর এলাকার বদিউজ্জামান পাড়া গফুর মন্ডল এর বাড়ি সংলগ্ন পাঁকা রাস্তার উপর কতিপয় লোকজন অজ্ঞাত স্থান থেকে চুরি করিয়া একটি ব্যাটারি চালিত পুরাতন অটোরিক্সা চালাইয়া নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে বিষয়টি অফিসার ইনচার্জকে জানিয়ে তাহার নির্দেশক্রমে আমি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছাইয়া দেখি ৩জন ব্যক্তি একটি রিক্সা নিয়া চালাইয়া যাইতেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর্ণিত ব্যক্তিগন দৌঁড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ২জন ব্যক্তিকে আটক করা হয় এবং অপর এক জন পালিয়ে যায়। 

এ সময় তাদের কাছ থেকে একটি ব্যাটারি চালিত তিন চাকা বিশিষ্ট পুরাতন অটো রিক্সা, যাহার মূল্য অনুমান পঞ্চান্ন হাজার টাকা, একটি লোহার তৈরি প্লাষ্টিকের হাতল যুক্ত কাটার, যাহার গায়ে ইংরেজিতে ১৮ ইঞ্চি ও ৪৫০ লেখা আছে, একটি ১০ ইঞ্চি লম্বা সিলাই রেন্স, একটি ৮ ইঞ্চি লম্বা প্লাস, একটি ১০ ইঞ্চি লম্বা স্ক্রু ড্রাইভার উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
 
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকালের খবর/বিএস 








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
আফগানদের কাছে সিরিজ হারল বাংলাদেশ
যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ গ্রেপ্তার
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৯৪
আখতার হোসেনকে উপদেষ্টা করতে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম
মন্ত্রণালয়ে বৈঠকের পর গাজীপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপদেষ্টা পরিষদে ‘ফ্যাসিবাদের দোসর’, বিক্ষোভোর ডাক ছাত্র আন্দোলনের
জবি শিক্ষার্থীদের দাবি পূরণের প্রতিশ্রুতি দিলেন নাহিদ
জুলাই-আগস্টের অভ্যুত্থানে প্রবাসীরা বড় ভূমিকা রেখেছেন: প্রধান উপদেষ্টা
জবি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সচিবালয়ের সামনে উপদেষ্টা নাহিদ
পুতিনকে ফোন, ইউক্রেন যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft