মঙ্গলবার ৫ নভেম্বর ২০২৪
সর্দি-কাশিও কঠিন রোগের ইঙ্গিত দেয়
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ১:২২ PM আপডেট: ০৫.১০.২০২৪ ১:২৫ PM
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকেই এখন ভুগছেন সর্দি-কাশির সমস্যায়। একই সঙ্গে গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়া, কাশি, ক্লান্তি ও শরীরে ব্যথার মতো লক্ষণেও ভুগছেন কেউ কেউ।  এগুলো মূলত ফ্লুর লক্ষণ।

আবার সব সময় এই লক্ষণগুলো প্রকাশ পাওয়ার মানে এই নয় যে, আপনার শরীরে ফ্লুর সংক্রমণ ঘটেছে। বিভিন্ন কঠিন রোগের লক্ষণ হিসেবে দেখা দিতে পারে গলা ব্যথা, সর্দি, কাশি, জ্বর, হাঁচি ইত্যাদি।

সাধারণ সর্দি-কাশি হলো একটি ভাইরাল অসুস্থতা। ফ্লু’র মতোই এটি হাঁচি-কাশির কারণ হতে পারে। এছাড়া নাক বন্ধ ভাব, নাক দিয়ে পানি পড়া, কাশি, গলা ব্যথার লক্ষণ দেখা দিতে পারে। তবে সাধারণ সর্দির সমস্যা নিজ থেকেই ২-৩ দিনের মধ্যে সেরে যায়।
সর্দি-কাশি কোন কোন রোগের লক্ষণ হতে পারে?

ব্রঙ্কাইটিস

ফুসফুসে বাতাস বহনকারী ব্রঙ্কিয়াল টিউবগুলো যখন ফুলে যায় তখন শ্লেষ্মা, গলা ব্যথা ও বিরক্তিকর কাশির লক্ষণ দেখা দেয়। এই সমস্যাকে বলা হয় ব্রঙ্কাইটিস। সাধারণত দু’ধরনের ব্রঙ্কাইটিস আছে- তীব্র ব্রঙ্কাইটিস ও ক্রনিক ব্রঙ্কাইটিস।

যদিও আগেরটি বেশি সাধারণ ও উপসর্গগুলো মাত্র কয়েক দিন স্থায়ী হয়। তবে দীর্ঘদিন এ সমস্যার চিকিৎসা করা না হলে তা গুরুতর বা ক্রনিক ব্রঙ্কাইটিসে পরিণত হতে পারে। তাই দীরইদন ধরে খুশখুশে কাশিতে ভুগলে সতর্ক হন।
নিউমোনিয়া

নিউমোনিয়ার প্রাথমিক লক্ষণগুলোও সাধারণ ফ্লু ভেবে সবাই ভুল করেন। প্রাথমিকভাবে নিউমোনিয়ার লক্ষণ খুব বেশি তীব্র হয় না। নিউমোনিয়া মূলত একটি সংক্রমণ। এক্ষেত্রে এক বা উভয় ফুসফুসের বায়ু থলি স্ফীত হয়। এই ফুসফুসের সংক্রমণে কাশি, জ্বর, ঠান্ডা লাগা, ক্লান্তি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিতে পারে।

রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস (আরএসভি)

রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস বা আরএসভি’র লক্ষণকেও সাধারণ ফ্লু ভেবে ভুল করেন সবাই। এটি একটি সাধারণ শ্বাসযন্ত্রের ভাইরাস যা সাধারণত হালকা সর্দির মতো উপসর্গ সৃষ্টি করে। আর তা এক বা দুই সপ্তাহের মধ্যে সেরেও যায়।

শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এই অসুস্থতা গুরুতর রূপ নিতে পারে। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) অনুসারে, নাক দিয়ে পানি পড়া, ক্ষুধা কমে যাওয়া, কাশি, হাঁচি, জ্বর ও শ্বাসকষ্ট হলো আরএসভি’র সাধারণ লক্ষণ।

মেনিনজাইটিস

মেনিনজাইটিস রোগ মেনিনজেস নামক ঝিল্লির প্রদাহের কারণে ঘটে। এই ঝিল্লিই মস্তিষ্ক ও মেরুদণ্ডকে রক্ষা করে। এই রোগের প্রাথমিক লক্ষণগুলোও অনেকটা ফ্লু’র মতো। যার মধ্যে মাথাব্যথা, জ্বর ও ক্লান্তি অন্তর্ভুক্ত।

সিডিসি’র তথ্য অনুসারে, মস্তিষ্ক ও মেরুদণ্ডের আশপাশের তরলের ব্যাকটেরিয়া বা ভাইরাল সংক্রমণের কারণেই মেনিনজাইটিস হতে পারে। এছাড়া আঘাত, ক্যানসার, নির্দিষ্ট কিছু ওষুধ ও অন্যান্য সংক্রমণের কারণেও এই রোগে যে কেউ আক্রান্ত হতে পারেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আজকালের খবর/ এমকে








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
বাড়তি দামে কয়লা কেনায় ৯১৬ কোটি ৪৪ লাখ টাকা গচ্চার শঙ্কা
যুক্তরাষ্ট্রের ডিক্সভিল শহরে মধ্যরাতে ভোট, সমানে সমান ট্রাম্প-কমলা
ইসিকে জরুরি ৯ নির্দেশনা দিল জনপ্রশাসন মন্ত্রণালয়
নীতি ও আদর্শের পরিবর্তনের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব
এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ বিকেলে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আন্দোলনের ধূম্রজালে ইবির ক্লাস রুম,অনশনে শিক্ষার্থীরা
‘মাইনাস-টু’ নিয়ে রাজনীতিতে হঠাৎ আবার আলোচনা কেন?
বিএনপির সঙ্গে ঐক্য করতে রাজি আওয়ামী লীগ: হাছান মাহমুদ
হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে প্রশ্ন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর
১০ জেলা ও মহানগরে বিএনপির কমিটি ঘোষণা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft