প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৬:৪৪ PM
নেত্রকোনার পূর্বধলায় বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি পূর্বধলা শাখার আয়োজনে শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ প্রধান শিক্ষকদের বেতন ৯ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণ উন্নীত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক খোদাদাৎশাহ্ ফকির, আফসারী বেগম পান্না, মো. রাজিব হোসেন, মো. রুহুল আমিন, আবদুল মজিদ, এ এস এম আলী উছমান, রেবেকা সুলতানা ও সহকারী শিক্ষক মো. রুকন উদ্দিন, সহকারী শিক্ষক এম এ শামীম, সহকারী শিক্ষক মো. নুরুজ্জামান মিয়া, সুমন সরকার, মো. ফখরুল আলম খান, লিপলি ম্যাবিন হেনা, সায়মা জাহান, মো. আবুল শামীম প্রমুখ।
আজকালের খবর/ওআর