বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪
হাত ফসকে রিভলভারের গুলিতে আহত গোবিন্দ
আনন্দমেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৭:৫৮ PM আপডেট: ০১.১০.২০২৪ ৮:১৩ PM
নিজের রিভলবারের গুলিতেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা গোবিন্দ। তবে হাসপাতাল থেকে পাঠানো এক অডিও বার্তায় তিনি নিজেই জানিয়েছেন, বর্তমানে তিনি শঙ্কামুক্ত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

মুম্বাই পুলিশ জানিয়েছে, আজ মঙ্গলবার ভোরে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হন গোবিন্দ। তার ম্যানেজার জানিয়েছেন, আজ ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে গোবিন্দর নিজের লাইসেন্স করা রিভলবার থেকেই একটি গুলে বের হয়ে আহত হন এই অভিনেতা। মুম্বাইয়ের জুহুতে অবস্থিত গোবিন্দর বাসভবনে এ দুর্ঘটনা ঘটে। 

হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ভক্তদের উদ্দেশে এক অডিও বার্তা পাঠিয়েছেন গোবিন্দ। বলেছেন, তার ভক্ত, বাবা-মা ও তার গুরুর আশীর্বাদ তাকে এ যাত্রায় রক্ষা করেছে। অডিও বার্তায় গোবিন্দ বলেছেন, ‘আমি একটি বুলেটের আঘাতে আহত হয়েছিলাম। বুলেট বের করা হয়েছে। আমি চিকিৎসকদের ধন্যবাদ জানাই। একই সঙ্গে আপনারা যারা আমাদের জন্য প্রার্থনা করেছেন, তাদেরও ধন্যবাদ জানাই।’ 

রাজনীতিতে সক্রিয় এই অভিনেতা মহারাষ্ট্রের রাজনৈতিক দল শিবসেনার নেতাও। ঘটনার দিন তিনি তাঁর বাড়িতে একাই ছিলেন এবং পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। ঠিক সে সময়ই এ দুর্ঘটনা ঘটে। 

গোবিন্দর ম্যানেজার শশী সিনহা জানিয়েছেন, গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা বর্তমানে কলকাতায় আছেন। মূলত তাঁর কাছে যাওয়ার জন্য মুম্বাই ছাড়ার কথা ছিল ৬০ বছর বয়সী এই অভিনেতার। 

শশী সিনহা বলেন, গোবিন্দ একটি আলমারিতে তার রিভলবারটি রাখছিলেন। এ সময় অসাবধানতাবশত এটি মেঝেতে পড়ে যায় এবং একটি গুলি বের হয়। গুলিটি গোবিন্দর হাঁটুর একটু নিচে বিদ্ধ হয়। এরপর গোবিন্দ নিজেই তার স্ত্রী ও ম্যানেজারকে ফোন করেন। পরে পুলিশ সেখানে পৌঁছে তাঁকে নিকটস্থ ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে যায়। তাঁর অবস্থা স্থিতিশীল। তিনি এখনো হাসপাতালে এবং মেয়ে টিনা তাঁর সঙ্গে আছেন। 

গোবিন্দর ম্যানেজার শশী সিনহা বলেন, ‘কলকাতায় একটি শো ধরার জন্য আমাদের সকাল ৬টার ফ্লাইটে ওঠার কথা ছিল এবং আমি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলাম। গোবিন্দ জি তাঁর বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরের কৃপায় গোবিন্দজি কেবল একটি পায়ে আঘাত পেয়েছেন এবং এটি গুরুতর কিছু নয়।’

আজকালের খবর/আতে








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
দুর্গাপূজায় বিএসএফকে মিষ্টি দিলো বিজিবি সদস্যরা
সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা আজ
আজ মহাসপ্তমী
লেবাননে ইসরায়েলের হামলায় ৫ চিকিৎসকসহ নিহত ১০
পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে দুই পরিবারের ৮ জন নিহত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৪ দফা দাবিতে সচেতন নাগরিক সমাজ নেতৃবৃন্দের সমাবেশ
বেরোবিতে চাকরি পেলেন আবু সাঈদের বোন
টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন
অজ্ঞাত স্থান থেকে হারুন, ‘আমাকে ভুল বোঝার অবকাশ নেই’
এইচএসসির ফল জানতে পারবেন যেভাবে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft