মঙ্গলবার ওটিটি প্ল্যাটফরম বিঞ্জ-এ মুক্তি পেয়েছে ‘মায়া’। মুক্তি উপলক্ষে মহাখালীর এসকে টাওয়ারে আয়োজন করা হয়েছিল প্রিমিয়ারের। নতুন এই ওয়েবের গল্প সম্পর্কে জানা যায়- গল্পটা দাম্পত্য জীবনে মানুষের নানা টানাপড়েন নিয়ে। কারণ দাম্পত্য জীবনের অদ্ভুত এক মায়ায় দুজন মানুষ দুজনকে ভালোবেসে কাটিয়ে দেয় একটা জীবন। এমন গল্পকে উপজীব্য করেই নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘মায়া’। মূলত মাদক, নারীর সংগ্রাম, পারিবারিক টানাপড়েনসহ সমাজের নানা বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ফিল্মটি।
গল্প ভাবনা নিয়ে রাফী বলেন, ‘এটা আমার একদমই অন্য রকম একটা ছবি। এটা বানানোর আগে চিন্তা করছিলাম এই সিনেমাতে আমি এমন দুজনকে কাস্ট করব, যারা এক সময়ে বড় স্টার ছিল, অনেক জনপ্রিয় ছিল এবং এখনো কাজ করছে। চিন্তামতো ওই সময়ের একটা জনপ্রিয় জুটিকে নিয়েই কাজ করার চেষ্টা করেছি। তারা হলেন ইমন-সারিকা। আমার চ্যালেঞ্জ ছিল যে এই দুজনকে নতুন করে আবিষ্কার করার। সেটা আমি করেছি। এখন বাকিটা দর্শক দেখে জানাবেন।’
ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বেশকিছু সিনেমায় কাজ করেছেন ইমন। একইসঙ্গে ছোটপর্দায় এক সময়ে তুমুল জনপ্রিয় ছিলেন সারিকা। মডেলিংয়েও ছিলেন ঈর্ষণীয় অবস্থানে কিন্তু একটা সময়ে খেই হারিয়ে ফেলেন। এরপর মাঝেমধ্যে টুকটাক কাজে তাকে দেখা যায়। একইভাবে ছোটপর্দায় জনপ্রিয় হলেও বড়পর্দায় যথাযথ চরিত্রের অভাবে নিজেকে খুঁজছেন ইমন । ওয়েবের পরিচালক রায়হান রাফি এমন একটি গল্প ভাবনা নিয়েই যথাযথ শিল্পীদের নিয়ে নির্মাণ করেছেন ‘মায়া’। আর এরমধ্য দিয়ে এই জুটিকে নতুন করে আবিস্কার করেছেন দেশের অন্যতম রুচিশীল পরিচালক রায়হান রাফি।
প্রিমিয়ারে এদিন সেখান উপস্থিত ওয়েব ফিল্মে অভিনয়শিল্পী ইমন সারিকা ছাড়াও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, প্রার্থনা ফারদিন দীঘি, সামিরা খান মাহি, রোকাইয়া জাহান চমকসহ অনেকেই।
অনুষ্ঠান শেষে রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও মায়ার অভিনেতা ইমন বলেন, ‘এটি আমার প্রথম ওটিটি কনটেন্ট, তাই আমার জন্য, মায়া সত্যিই মায়াময়। রায়হান রাফি তার অপূর্ব নির্মাণশৈলী দিয়ে দর্শকদের নিয়ে গেছেন এক সম্পূর্ণ ভিন্ন আবহে। আমি আশা রাখি মায়া দর্শকদের ভালোবাসায় একটি সুপারহিট ওটিটি কন্টেন্ট হিসেবে জায়গা করে নেবে।’
প্রিমিয়ারে হাজির হয়ে বিদ্যা সিনহা মিম বলেন, যে কন্টেন্টের নির্মাতা রায়হান রাফী সেটা নতুন কিছুই হবে বলে আমার বিশ্বাস ছিল। সেই সঙ্গে ইমন ভাইয়াকে অনেক দিন নতুন একটা লুকে দেখেছি। আমি প্রথমে ট্রেলার দেখেও ইমন ভাইয়াকে ফোন করে তাকে অন্য রকম লাগছে সেটা জানিয়েছি। সারিকাকেও নতুন রূপে হাজির করা হয়েছে।’
মায়া দেখার পর দীঘি বলেন, ‘ওয়েব ফিল্মটিতে আমি ইমন ভাই ও সারিকা আপু উভয়কেই নতুনভাবে আবিষ্কার করলাম। এখানে উভয় দারুণ অভিনয় করেছেন। অবশ্য গল্পে দারুণ অভিনয় করার সুযোগও ছিল। আমার কাছে মনে হয়েছে দুজনই পাল্লা দিয়ে এতে অভিনয় করেছেন।’
মায়া দেখে গণমাধ্যমকর্মীরা জানিয়েছেন, ইমনের ক্যারিয়ারে সেরা অভিনয়ের সুযোগ পেয়েছেন। এই ইমন ভিন্ন যাকে আগে কেউ এভাবে চরিত্র উপযোগী করে ব্যবহার করতে পারেনি। রাফি সাকসেস।
আজকালের খবর/আতে