প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৬:১৩ PM
সিনিয়র সাংবাদিক ও বেসরকারি টেলিভিশন এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের জানাজা বুধবার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকা।
জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সীমান্ত খোকনের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে তাড়াইলে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এর আগে মঙ্গলবার দুপুর ২টার দিকে রাজধানীর শান্তিনগরের বাসায় হার্ট অ্যাটাক করে মারা যান সীমান্ত খোকন।
তিনি জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত সদস্য ছিলেন। কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করছিলেন সীমান্ত খোকন।
আজকালের খবর/বিএস