প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৪:২৯ PM
নেত্রকোনার পূর্বধলায় দীর্ঘদিন এক্স-রে মেশিন বিকল থাকার পর আবার রোগীদের সুন্দরভাবে চিকিৎসা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান এ কার্যক্রম উদ্বোধন করেন।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে পরিচালিত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিন আজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিশ্ব প্রিয় মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা সহকারী প্রকৌশলী শাওন আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, জাইকা প্রতিনিধি পবিত্র চন্দ্র দাস, স্বাস্থ্য পরিদর্শক মতিউর রহমান, সেনিটরী ইন্সপেক্টর হাসিম উদ্দিন খান, নার্সিং সুপারভাইজার শামছুন্নাহারসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে এক্স-রে মেশিনটি নষ্ট ছিলো। ২০১২ সালে এক্স-রে মেশিন নষ্ট হওয়ার পর হাসপাতালে নতুন করে আর কোনো এক্স-রে মেশিন ছিল না। কয়েকবার মেরামত করা হলেও আর ব্যবহার করা হচ্ছিল না। রোগীদের অভিযোগ ছিল, এক্স-রেসহ অন্য বেশির ভাগ পরীক্ষা তারা বাইরের ক্লিনিক থেকে করিয়ে আনতে হতো। যে কারণে উপজেলার মানুষকে সরকারের দেয়া সেবা থেকে বঞ্চিত হতে হচ্ছিল। আজ আনুষ্ঠানিক ভাবে এক্সরে মেশিন উদ্বোধনের মধ্যে দিয়ে উপজেলার মানুষের চিকিৎসা সেবা নিতে সহজ হলো।
আজকালের খবর/বিএস