বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪
৫ আগস্ট পরবর্তী গল্পে স্বল্পদৈর্ঘ্য ‘রিমান্ড’
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৭:২১ PM
ছাত্র-জনতার হাত ধরে ৫ আগস্ট পটপরিবর্তনে দুর্নীতিবাজ নেতাদের চরিত্র আর বিগত শাসনামলে বৈষম্যের শিকার সৎ পুলিশ অফিসারের গল্পে নির্মিত হচ্ছে ‘রিমান্ড’ নামের একটি স্বল্পদৈর্ঘের। এতে মূলচরিত্রে দেখা যাবে বড় পর্দার দক্ষিণী লুকের পারভেজ আবির চৌধুরীকে।

নতুন এই স্বল্পদৈর্ঘের মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্যামেরা সামনে এলেন এই অভিনেতা। সর্বশেষ তাকে মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিলো।

ওই সিনেমার অ্যাকশন লাভার বয়ের চরিত্রের বিপরীতে এবারে আবির অভিনয় করেছেন বাস্তব গল্পনির্ভর স্বল্পদৈর্ঘ্য ‘রিমান্ড’-এ। যেখানে তাকে দেখা যাবে ডিপার্টমেন্টে বৈষম্যের শিকার এক সৎ ডিবি অফিসার চরিত্রে। 

‘রিমান্ড’ স্বল্পদৈর্ঘ্যে তার সঙ্গে অন্যান্যের মধ্যে রয়েছে লাক্স চ্যানেল আই সুপারস্টার খ্যাত তারকা জাকিয়া বারী মম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারকাদের মধ্যে আওয়াজ তোলা এই অভিনেত্রীকে দেখা যাবে স্বল্পদৈর্ঘের গুরুত্বপূর্ণ এক ডিবি অফিসার চরিত্রে। 

জানা গেছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে ‘রিমান্ড’-এর প্রথম লটের শুটিং শুরু হয়। অক্টোবেরের প্রথম সপ্তাহে উত্তরায় শুরু হবে।

‘রিমান্ড’-এ বড়পর্দার অভিনেতা মারুফ আকিব ছাড়াও দেশ নাট্যদলের অধিকর্তা এন এইচ বাদল, মোহাম্মদ রফিকসহ এক ঝাঁক মঞ্চকর্মীদের দেখা যাবে।

এ ব্যাপারে স্বল্পদৈর্ঘের পরিচালক ও চিত্রনাট্যকার আশরাফুর রহমান বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের পরপবর্তী পটভূমি নিয়ে নির্মিত হচ্ছে ‘রিমান্ড’। এতে প্রেম-রোমান্স ছাড়াও বৈষম্যের শিকার ডিপার্টমেন্টের পুলিশ অফিসারদের হতাশার গল্প যেমন দেখা যাবে তেমনি তাদের হাতে পড়ে বিদায়ী সরকারের প্রভাবশালী কুশীলবদের দেখা যাবে মুখোমুখি হতে। যেখান থেকে বের হয়ে আসবে জনতাকে নিপীড়নের মূলহোতাদের নাম। 

স্বল্পদৈর্ঘ্য ‘রিমান্ড’ সিনেমাটি প্রযোজনা করছেন অ্যাডভোকেট বেলায়েত হেসেন। তিনি বলেন, নভেম্বরের মধ্যে মুক্তির লক্ষ্যে আমাদের শুটিং এগিয়ে চলছে। এটি সিনেপ্লেক্সে মুক্তি দেওয়া হবে।

আজকালের খবর/আতে








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
গাজায় নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়াল
দুর্গাপূজায় বিএসএফকে মিষ্টি দিলো বিজিবি সদস্যরা
সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা আজ
আজ মহাসপ্তমী
লেবাননে ইসরায়েলের হামলায় ৫ চিকিৎসকসহ নিহত ১০
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৪ দফা দাবিতে সচেতন নাগরিক সমাজ নেতৃবৃন্দের সমাবেশ
বেরোবিতে চাকরি পেলেন আবু সাঈদের বোন
টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন
অজ্ঞাত স্থান থেকে হারুন, ‘আমাকে ভুল বোঝার অবকাশ নেই’
এইচএসসির ফল জানতে পারবেন যেভাবে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft