আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূর্বধলা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে পূর্বধলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল মন্ডপ কমিটির নেতৃবৃন্দদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান কুদ্দুছ ব্যাপারী, আগিয়া ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী, ধলামূলগাঁও ইউপি চেয়ারম্যান রেজোওয়ানুর রহমান রনি, জারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি শ্রী তরুণ কুমার রায় ও সাধারণ সম্পাদক শ্রী সনজিত চন্দ্র কর, পূর্বধলা আনসার-ভিডিপির প্রতিনিধি হাজেরা খাতুন, ফায়ার সার্ভিস পূর্বধলা উপজেলার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পূর্বধলা উপজেলা শাখার সহ-সভাপতি সুধাংশু শেখর তালুকদার, সদস্য বিকাশ ঘোষ, পূ্র্বধলা প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহিন, নেত্রকোনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুম মোস্তফা, জামায়াতের প্রতিনিধি জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের আমির মো. মাহফুজুল হক খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি নোমান সিরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মাও. আমিনুল হক লিমন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি জীবন কৃষ্ণ দে, সার্বজনীন পূজা উদযাপন পরিষদ পূর্বধলা শাখার সহ-সভাপতি দীপক রঞ্জন সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন বিশ্বাস, স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হুমায়ুন তাজওয়ার পল্লব, মো. ফজলে রাব্বী, নূরে আলম শুভ, রাশেদুল ইসলাম রাশেদ প্রমুখ।
এ সময় সভায় জানানো হয়, আগামী ৯ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হবে। সেই লক্ষে পূজাকে শান্তিপূর্ণ উৎসব মুখর করতে সব ধরণের প্রচেষ্টা অব্যহত থাকবে।
আলোচনা সভায় ইউনিয়ন, উপজেলা পূজা উদযাপন কমিটির প্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ঈমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, উপজেলায় এ বছর ৪৯টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সভায় ১১টি ইউনিয়নের বিভিন্ন মণ্ডপের নেতৃবৃন্দরা আসন্ন শারদীয় দুর্গোৎসবে কি কি সমস্যা আসতে পারে সেগুলো তুলে ধরেন। এছাড়াও আইনশৃঙ্খলা কিভাবে শান্তিপূর্ণ থাকবে সে বিষয়ে আলোকপাত করেন তারা।
এ সময় অপরাধ দমনে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নিজস্ব অর্থায়নে সিসিটিভি ক্যামেরা স্থাপন, প্রতিটি পূজা মন্ডপের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোবাইল নাম্বার ঝুলিয়ে রাখা হবে। এছাড়া মনিটরিং টিম ও ভিজিটিং টিম সার্বক্ষণিক মোতায়েন থাকবে।
পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান জানান, পূজা মণ্ডপগুলোর সার্বক্ষণিক নিরাপত্তা বিধানসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক কন্ট্রোল রুম প্রস্তুত রাখাসহ সকল পূজা মণ্ডপে সিসি টিভি ক্যামেরার মাধ্যমে সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার বিষয়ে গুরুত্ব দেয়া হবে।
আজকালের খবর/ওআর