বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪
ছেলের সন্ধান চেয়ে পিতার সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২৬ PM
ছেলের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন গোলাম মোহাম্মদ নামে এক পিতা। শনিবার (২৮ সেপ্টেম্বর ) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার ছোট ছেলে নাসির উদ্দীন সোয়েব প্রায় ১০ দিন ধরে নিখোঁজ। তিনি জানান, গত ১৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে নিউ ইস্কাটনের বাসা থেকে বের হয়ে ফিরে আসেননি সোয়েব। গোলাম মোহাম্মদ বলেন, আমি ও আমার পরিবার থানা ও হাসপাতালে ঘুরতে ঘুরতে পেরেশান। প্রশাসন থেকেও কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছি না।  

তিনি সংবাদ সম্মেলনে জানান, গত ১৭ সেপ্টেম্বর সোয়েব বাসায় একটি ল্যাপটপ আনেন। পরদিন সোয়েবের বড় ভাই মহিউদ্দীন তাকে ল্যাপটপ সম্পর্কে জিজ্ঞাসা করলে সোয়েব জানান, ল্যাপটপটি জনৈক বন্ধুর। তিন দিনের জন্য ধার আনা হয়েছে। একপর্যায়ে মহিউদ্দীন সোয়েবকে অন্যের জিনিস ব্যাবহার করতে নেই বলে দ্রুত এটি ফেরত দিতে বলেন। এরপর সোয়েব তার বন্ধুকে ফোন দেন। ল্যাপটপ নিয়ে গত ১৮ সেপ্টেম্বর বাসা থেকে বের হন সোয়েব। রাত সাড়ে ১০টার দিকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। 

গোলাম মোহাম্মদ বলেন, আমিসহ পরিবারের লোকজন ওই রাতেই  আশেপাশের সব জায়গায় খোঁজাখুঁজি করি, কিন্তু তাকে আর পাওয়া যায়নি। ওইদিন থেকে এখনো তার মোবাইল ফোন বন্ধ পাচ্ছি।

তিনি বলেন, ১৯ সেপ্টেম্বর সারাদিন সম্ভাব্য স্থান কলাবাগান, পান্থপথ, শাহবাগ থানা ও ঢাকা মেডিক্যালে খুঁজেও তার কোনো সন্ধান পাইনি। অনেক খুঁজেও তাকে না পেয়ে ২০ সেপ্টেম্বর রমনা থানায় জিডি করি (নম্বর ১২৪৫)। জিডি করার পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করি, কিন্তু থানা থেকে আশানুরূপ রেসপন্স পাইনি। 

তিনি আরো বলেন, গত ২৩ সেপ্টেম্বর ছেলের ব্যবহারকৃত ড্রয়ার ও খাতাপত্র খোঁজাখুঁজি করলে একটি বাদামি রঙের খামে ল্যাপটপ কেনার স্ট্যাম্প দেখতে পাই, যাতে এক লাখ টাকায় তা কেনা হয়েছে মর্মে লেখা রয়েছে। এ বিষয়ে আমার পরিবার বা আমি কিছুই জানতাম না। ডকুমেন্টটি পাওয়ার পর তাৎক্ষণিক রমনা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানকে জানাই, এবং তার হোয়াটসঅ্যাপে ডকুমেন্টটি পাঠাই। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি আমার সন্তানের দুঃশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছি। তার মাও নানাবিধ অসুস্থতার পাশাপাশি সন্তান হারানোর বেদনায় মূহ্যমান। 

এ সময় তিনি ছেলেকে ফিরে পেতে সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করেন। 

আজকালের খবর/আরইউ








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
ফ্লোরিডায় ১৯৫ কিলোমিটার গতিতে মিল্টনের আঘাত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন
বেরোবিতে চাকরি পেলেন আবু সাঈদের বোন
সাভারে পুলিশের পোশাক পরে তেলভর্তি ট্রাক লুট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৪ দফা দাবিতে সচেতন নাগরিক সমাজ নেতৃবৃন্দের সমাবেশ
বেরোবিতে চাকরি পেলেন আবু সাঈদের বোন
সব সবজির দামে সেঞ্চুরি, গ্রাম ওজনে সবজি কিনেছেন ক্রেতারা
অজ্ঞাত স্থান থেকে হারুন, ‘আমাকে ভুল বোঝার অবকাশ নেই’
টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft