মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪
‘দূর্গাপূজায় যেকোন ধরনের সহযোগিতায় জামায়াত পাশে থাকবে’
হারুন-অর-রশীদ, ফরিপপুর
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ১:৪১ PM
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার আয়োজনে ফরিদপুর পূজা উদযাপন কমিটির নেতা কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর শহরে টেরাকোটা রেষ্টুরেন্টে গতকাল মঙ্গলবার রাতে ফরিদপুর পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জেলা জামায়াতে আমির মাওলানা বদরউদ্দিনের সভাপতিত্বে কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন সাম্প্রদায়িক রাজনীতি করে না। সংখ্যালঘু বলতে কেউ নেই বাংলাদেশে জামায়াত বিশ্বাস করে। এদেশে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একে অপরের সাহায্যে সব সময় এগিয়ে আসি। তিনি বলেন মুক্তিযুদ্ধের সময় প্রতিবেশী হিন্দুরা আমার মায়ের নিকট সম্পদ আমানত রেখেছিল যা যুদ্ধ পরবর্তী সময়ে ফেরত দেওয়া হয়েছে। শারদীয় পূজা উপলক্ষে যেকোন ধরনের সাহায্যে সহযোগিতায় জামায়াত আপনাদের পাশে আছে এবং থাকবে সব সময়।


ফরিদপুর পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে এ রকম মহতী আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে কমিটির নেতারা বক্ত্যব্যে বলেন, ফরিদপুরের ইতিহাসে কখনও আমরা সাম্প্রদায়িক দাঙ্গা দেখিনি এবং কোন পূজা উৎসবে মারামারি বা হামলা এধরনের কোন ঘটনা ঘটেনি। আমাদের সমস্যা হলো এদেশের নোংরা রাজনীতি, নেতারা সম্পদ চুরি করে বিদেশে পাচার করেন আর আমরা সাধারন নাগরিক না খেয়ে থাকি।

বিভিন্ন জায়গায় মুর্তি ভাঙ্গা সম্পর্কে তারা বলেন এই অপরাধের সাথে যারা জড়িত তারা দুস্কৃতিকারী এরা ইসলাম ধর্মের কেউ নয় এটা আমরা বুজতে পারি। মুসলামনরা যদি মুর্তি ভাংত তাহলে বাংলাদেশের কোথাও একটি মূর্তিও আপনারা দেখতে পেতেন না। 

উল্লেখ্য, ফরিদপুর পৌরসভায় ৯৪ টি এবং সদর থানায় ১০১ টি এবং জেলায় মোট ৭২৭ টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

পূজা উদযাপন কমিটি জেলা শাখার সাধারণ সম্পাদক বিধান সাহা, সহ-সভাপতি তাপস সাহা, সহসভাপতি সুকেশ সাহা, সহ-সভাপতি ডা. প্রকাশ স্বরুপ রায়, সহ সভাপতি- ননী গোপাল রায়, যুগ্ন সাধারন সম্পাদক অজয় রায়, কোষাধ্যক্ষ সংকর সাহা, কোষাধ্যক্ষ এ্যাড তুষার দত্ত, জেলা সদস্য অপু সাহা কাউন্সিলর ফরিদপুর পৌরসভা, উপল দত্ত, পলাশ দত্ত, শহর কমিটির সভাপতি রাম দত্ত, সাধারন সম্পাদক শ্যামল কর্মকার, কোতয়ালী সভাপতি সিতাংশ মিত্র, সাধারন সম্পাদক এ্যাডঃ চিরঞ্জিব রায় সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক আব্দুত তাওয়াব ও শামসুল ইসলাম আল বরাটি সহ জেলা ও পৌরসভা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


আজকালের খবর/এমকে









http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
আফগানদের কাছে সিরিজ হারল বাংলাদেশ
যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ গ্রেপ্তার
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৯৪
আখতার হোসেনকে উপদেষ্টা করতে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম
মন্ত্রণালয়ে বৈঠকের পর গাজীপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপদেষ্টা পরিষদে ‘ফ্যাসিবাদের দোসর’, বিক্ষোভোর ডাক ছাত্র আন্দোলনের
জবি শিক্ষার্থীদের দাবি পূরণের প্রতিশ্রুতি দিলেন নাহিদ
জুলাই-আগস্টের অভ্যুত্থানে প্রবাসীরা বড় ভূমিকা রেখেছেন: প্রধান উপদেষ্টা
জবি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সচিবালয়ের সামনে উপদেষ্টা নাহিদ
পুতিনকে ফোন, ইউক্রেন যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft