প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩৮ PM
কয়েক দফা পেছানোর পর অবশেষে দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টায় সারাদেশে একযোগে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভারপ্রাপ্ত উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক জুম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামাল বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।
সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দু’জন সদস্য, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, ইউজিসির সচিব, সিভাসুর রেজিস্ট্রার এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। এ সংক্রান্ত যাবতীয় তথ্য কৃষি গুচ্ছের ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।
গত ২২ এপ্রিল কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া শুরু হয়, যা চলে গত ৩০ মে পর্যন্ত। এতে ৭০ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেন।
প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী—গত ৩০ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তা কয়েক দফা পেছানোর পর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে আয়োজক ভর্তি কমিটি। এতে আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
আজকালের খবর/ওআর