রবিবার ৬ অক্টোবর ২০২৪
ইন্টারনেটে ঝড়, প্রতি রাতে সাড়ে ৫ লাখ রুপি খরচ!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫৭ PM
সম্প্রতি মাসাই মারা নামে কেনিয়ার একটি বিলাসবহুল রিসোর্টে থাকার অভিজ্ঞতা শেয়ার করেছেন এক ভারতীয় এক দম্পতি। যা সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে। 

ওই দম্পতির পুরুষ ব্যক্তিটির নাম অনির্বাণ চৌধুরী।  যিনি নিজেকে একজন ক্রেডিট কার্ড ব্যবহারে উৎসাহী হিসেবে পরিচয় দিয়েছেন।  সম্প্রতি এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টের মাধ্যমে তার এ বিলাসবহুল ভ্রমণের বিবরণ দিয়েছেন। 

সেখানে তিনি উল্লেখ করেছেন, তিনি ও তার স্ত্রী কেনিয়ার JW Marriott Masai Mara-তে থাকার মাধ্যমে তাদের স্বপ্ন পূরণের অভিজ্ঞতা অর্জন করেছেন।

তবে আফ্রিকান দেশটির বিলাসবহুল ওই রিসোর্টে থাকার খরচ ছিল রীতিমত চোখ ধাঁধানো! সেখানকার প্রতি রাতের খরচ সাড়ে ৫ লাখ রুপি (ট্যাক্সসহ)। 

অনির্বাণ চৌধুরী জানিয়েছেন, তিনি Marriott Bonvoy পয়েন্ট ব্যবহার করে এ রিসোর্টটি বুক করেছিলেন।  তার পোস্টে তিনি উল্লেখ করেছেন, এই অল-ইনক্লুসিভ প্যাকেজে থাকার ব্যবস্থা থেকে শুরু করে খাবার, নির্বাচিত পানীয় এবং অন্যান্য বিলাসবহুল পরিষেবাও অন্তর্ভুক্ত ছিল।  এর মধ্যে ছিল বুশ মিলস, সানডাউনরস এবং প্রতিদিনের গেম ড্রাইভস।  এছাড়াও হর্স রাইডিং, হট এয়ার বেলুন রাইড এবং টাকা খরচ করে মাসাই গ্রাম পরিদর্শনের মতো কার্যক্রমও এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল।

অনির্বাণ আরও জানান, তিনি ১ লাখ ৬ হাজার Marriott Bonvoy পয়েন্ট ব্যবহার করে ওই রিসোর্টে প্রতি রাতের জন্য বুকিং করেছেন এবং এ অভিজ্ঞতার জন্য তিনি ২ লাখ পয়েন্টও দিতে রাজি ছিলেন। 

তিনি বলেন, এটি সম্পূর্ণ অল-ইনক্লুসিভ ছিল, ফলে অতিরিক্ত খরচ তেমন কিছুই ছিল না। 

এক্সে তার ওই পোস্টটি ভাইরাল হয়েছে এবং তা ১.৫ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে।  এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, আমি এর আগে কখনো এমন কিছু দেখিনি—কি অসাধারণ অভিজ্ঞতা! তবে খরচটা সত্যিই অবিশ্বাস্য। 

আরেকজন যোগ করেছেন, ‘এটা স্বপ্নের মতো ছুটি উপভোগ।  পয়েন্ট থাকলে আমিও বিবেচনা করতাম’।

অনির্বাণ স্পষ্ট করেছেন যে, প্রতি রাতের খরচ সাড়ে ৩ লাখ রুপি, তবে ট্যাক্সসহ তা দাঁড়ায় সাড়ে ৫.৫ লাখে।  পাঁচ রাতের জন্য মোট খরচ দাঁড়িয়েছে সাড়ে ২৭ লাখ রুপি।  তবে তিনি ৪ লাখ ২৪ হাজার Marriott Bonvoy পয়েন্ট ব্যবহার করে খরচ কমিয়ে এনেছেন। 

Marriott-এর ‘পঞ্চম রাত বিনামূল্যে’ প্রোগ্রামের কারণে তিনি চার রাতের জন্য পয়েন্ট দিয়েছেন। যা তার মোট খরচকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে।

এ অভিজ্ঞতা তাদের জন্য অমূল্য হলেও, ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে এটি নিয়ে অনেক আলোচনা শুরু হয়েছে।  কিছু মানুষ এ অভিজ্ঞতাকে বিলাসবহুল এবং অনন্য হিসেবে দেখছেন।  আবার অনেকে এত খরচের প্রতি বিস্ময় প্রকাশ করেছেন।  

সূত্র: এনডিটিভি

আজকালের খবর/ওআর








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
পুরোনো সিন্ডিকেট বদলে নতুন সিন্ডিকেট হচ্ছে
ডিম-মুরগির দাম বাড়িয়ে ২৮০ কোটি টাকা লোপাট
ঐকমত্যের ওপর নির্ভর করবে নির্বাচনের টাইমলাইন : প্রেস সচিব
বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর
গণহত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: মাহফুজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দুর্গাপূজায় সারাদেশে দুই লাখের বেশি আনসার মোতায়েন হচ্ছে
সাংবাদিক হিসেবে কারো বিরুদ্ধে মামলা হোক আমরা তা চাইনা: শ্যামল
পূজামণ্ডপের নিরাপত্তায় সেনাবাহিনী তৎপর থাকবে: সেনাপ্রধান
সব বিভাগে ভারী বৃষ্টির আভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
অন্তর্বর্তী সরকারের দুর্বলতার কারণেই কি দেশে ফিরবেন শেখ হাসিনা?
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft