সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা দায়েরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)। সংগঠনটির মতে, সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা দায়ের আইনের শাসন প্রতিষ্ঠা ও স্বাধীন মত প্রকাশের অন্তরায়।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন এক বিবৃতিতে এ কথা বলেন। বিবৃতিতে সংগঠনের সদস্য সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক আবু সালেহ রনি, দৈনিক মুখপাত্রের সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইনসহ সাংবাদিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিদাতারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া হত্যা মামলা কোনোভাবেই কাম্য নয়। এই ধরনের মামলা আইনের শাসন ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি বলে মনে করে এলআরএফ। তাই সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের পূর্বে অভিযোগ যাচাই-বাছাই করার অনুরোধ জানাচ্ছি।
বিবৃতিতে দায়ের করা মামলাগুলোতে কোনো সংশ্লিষ্টতা পাওয়া না গেলে সাংবাদিকদের এসব মামলা থেকে অব্যাহতি দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
গত ৪ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ২১ সাংবাদিকসহ ১১৫ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়। পৃথক মামলায় এখনও পর্যন্ত ৮৪ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা দায়েরের ঘটনায় এর আগে উদ্বেগ প্রকাশ করে পৃথক বিবৃতি দিয়েছে সম্পাদক পরিষদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ক্রাইম রিপার্টার্স অ্যাসোসিয়েশন (ক্রাব), হিউম্যান রাইটস ওয়াচ, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টসসহ (আইএফজে) দেশ-বিদেশি বিভিন্ন সংগঠন।
আজকালের খবর/ এমকে